পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ত্রাসমূলক অপরাধ দমন (বিশেষ বিধান) আইন, ১৯৯৪ 8br> ৩। উক্ত আইন এর ধারা ১(২) অনুযায়ী উহার মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও- ১৯৯২ সনের ৪৪ নং (ক) উক্ত আইনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখে বা তৎপূর্বে উক্ত আইনের "" অধীন যে সকল অপরাধের তদন্ত নিম্পন্ন হইয়াছে, সেই সকল - অপরাধের বিচারের জন্য উক্ত আইন অনুসারে মামলা, আপীল, অধিকতর তদন্তসহ প্রয়োজনীয় অন্যান্য সকল কার্যধারা এইরূপে গ্রহণ 。 ও নিম্পন্ন করিতে হইবে, যেন উক্ত আইনের মেয়াদ উত্তীর্ণ হয় নাই; ് (খ) উক্ত আইনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অব্যবহিত পূর্বে তদধীনে যে সকল SS মামলা, আপীল এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যধারা উক্ত আইনের অধীন ് স্থাপিত ট্রাইব্যুনালে বা অন্য কোন আদালতে বা, ক্ষেত্রমত, অধিকতর o তদন্ত কোন তদন্তকারী কর্তৃপক্ষের নিকট উক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়ার o পরও নিম্পন্নাধীন থাকে বা নিম্পন্ন করার প্রয়োজন হয়, সেই & মামলা, আপীল, অধিকতর তদন্ত এবং অন্যান্য কার্যধারা এইরূপে গ্রহণ o (গ) দফা (ক) ও (খ) এর অধীন মামলা ও অন্যান্য সকল কার্যধারা নিম্পন্ন করার উদ্দেশ্যে উক্ত আইনের অধীন স্থাপিত সকল ট্রাইব্যুনাল, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিলুপ্ত না হওয়া পর্যন্ত, বহাল থাকিবে। ৪। যেক্ষেত্রে উক্ত আইনের অধীন কোন অপরাধের তদন্ত উক্ত আইনের ১৯৯২ সনের ৪৪ নং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নিম্পন্ন না হয়, সেই ক্ষেত্রে উক্ত code এর বিধান ཨཱ་ཨཱི་ལ་དང་ཨ་ অনুসারে উহার তদন্ত নিম্পন্ন করিতে হইবে; এবং উক্ত আইন প্রণীত না হইলে তদন্তের নিম্পত্তি ও অপরাধটির বিচার এবং তদুদ্দেশ্যে অন্যান্য কার্যধারা যে আইন অনুসারে এবং বিচার যে আদালতে বা ট্রাইব্যুনালে পরিচালিত হইত সেই আইন অনুসারে এবং সেই আদালতে বাট্রাইব্যুনালে পরিচালিত হইবে। G (S) এতদাৱা সন্ত্রসমূলক অপরাধ দমন (বিশেষ বিধান) অধ্যাদেশ, রহিতকরণ ও S$$8 (ు శ్రాణా) శాశా হেফাজত ~ (২) উত্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনেকৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে। o § CŞ