পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোষ্ট গার্ড আইন, ১৯৯৪ 8br(? (গ) বাংলাদেশের জলসীমা দিয়া বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা বাংলাদেশ হইতে অবৈধ গমন প্রতিরোধ করা: (ঘ) বাংলাদেশের সমুদ্রসীমায় (Territorial Waters) আগত কোন নৌযান বা উহাতে অবস্থানরত ব্যক্তির ব্যাপারে আদালত বা অন্যবিধ কর্তৃপক্ষের পরোয়ানা বা অন্য কোন আদেশ বলবৎ করা: (ঙ) বাংলাদেশের জলসীমায় পরিবেশ দূষণকারী কার্যকলাপ অনুসন্ধান এবং o উহা প্রতিরোধের ব্যবস্থা করা; & (চ) বাংলাদেশের জলসীমায় কর্মরত ব্যক্তিগণের নিরাপত্তা নিশ্চিত করা: ് (ছ) মাদকদ্রব্য পাচার এবং চোরাচালান প্রতিরোধ করা: কবলিত নৌযান, মানুষ এবং মালামাল উদ্ধার করা: ് (ঝ) প্রাকৃতিক দূর্যোগকালে সতর্কবাণীসহ অন্যান্য তথ্য বেতাররুব অন্য কোন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা; o (ঞ) যুদ্ধকালীন সময়ে নৌ-বাহিনীকে সহায়তা করা: §o (ট) বাংলাদেশের জলসীমায় টহল দেওয়া; & (ঠ) সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করা: ് (ড) বাংলাদেশের জলসীমায় সংঘটিত নাশকতামূলক ও সন্ত্রাসমূলক কার্যকলাপ দমন করা, এবং এতদুদ্দেশ্যে অন্যান্য কর্তৃপক্ষকে সহায়তা করা: o o (5) ༧༩༧༢ བཱཙཱཆ་ཡི་༡༧་༦ ཨain aཁཱ་༔ ད་ཨང་། ། (S) বাহিনী উহার এখতিয়ারভুক্ত এলাকায় উপ-ধারা (১) এ উল্লিখিত কার্যকলাপ সম্পাদন করিবে । No ཅ༩ ཨ་མི་ཞི༠ 95་༧ ཨ་ཨཱ་ཨཱ་ཀི ད་ཨང་ཨ་ལ་ ཨ་ལ་ ཨ་ཐོགི༔ ༧.5་ལ། ༦ বাহিনীর সদস্যগণের করতে পারবেন। _\\\ sò ৯। (১) বাহিনীর প্রত্যেক সদস্য মহা-পরিচালক এবং উক্ত সদস্যের বাহিনীর শৃংখলা CŞ উধ্বতন কর্তৃপক্ষের যে কোন আইনানুগ আদেশ পালন করিতে বাধ্য থাকিবেন। (২) বাহিনীর সদস্যগণের শৃংখলা সংক্রান্ত সকল বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে: