পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসদ সদস্যগণের অবগতিমূলক কর্মসূচী বিধি প্রণয়ন G:8 জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ১৯। (১) স্পীকার, সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা কোন পদ বিলোপ এবং প্রয়োজনবোধে কোন নতুন পদ সৃষ্টি করিতে পারবেন। (২) কর্মকর্তা বা কর্মচারীর সংখ্যা হ্রাস যা বৃদ্ধি যা কোন পদ বিলোপ যা নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে স্পীকার, সংসদ সচিবালয় কমিশনের সহিত 。 No ২০। স্পীকার সংসদের কার্যাবলী ও সংসদ সচিবালয়ের কার্যপদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যগণকে সম্যকভাবে অবহিত করার লক্ষ্যে যথাযথভাবে অবগতিমূলক কর্মসূচী গ্রহণের জন্য, সংসদ নেতা, বিরোধী দলের নেতা ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সহিত পরামর্শক্রমে সংসদ সচিবালয়কে নির্দেশ দিতে পারিবেন এবং তাহার এই নির্দেশ অনুযায়ী সংসদ সচিবালয় উক্তরূপ কর্মসূচীর ব্যবস্থা করিবে। o & ২১। (১) স্পীকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবেন। ੀ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুন্ন না করিয়া নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে উক্তরূপ বিধি প্রণয়ন করা যাইবে:

  • C)

(ক) সংসদ ੇ উন্নয়ন বিন্যাস ও কর্মপ্রণালী; (*) কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে দায়িত্ব বণ্টন; 6) কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়ন্ত্রণ; o (ঘ) নথিপত্র সংরক্ষণ; S (ঙ) লাইব্রেরী পরিচালনা; (চ) পারিতোষিক, ভ্রমণ বিল প্রস্তুতকরণ ও উহার স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষর; (ছ) সংসদ সচিবালয়ের নিরাপত্তা; (জ) সংসদ সদস্যগণের জন্য আবাসন সম্পর্কে যাবতীয় বিষয়; (ঝ) সংসদ সদস্যগণের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সংক্রান্ত বিল প্রস্তুতকরণ এবং ঐ সকল বিল সম্পর্কিত প্রাসঙ্গিক কার্যাবলী সম্পাদন।