পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- e$ ԳԵ (৫) কোন করদাতা মূল্য সংযোজন করের আওতায় নিবন্ধনযোগ্য অথবা ধারা ৮ এর অধীন টার্ণওভার কর প্রদানযোগ্য কিনা তাহা নির্ধারণের জন্য এই ধারার অধীনে কমিশনের নিকট কোন আবেদন বা আপীল পেশ করা যাইবে না। (৬) কমিশন কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং তৎসম্পর্কে কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।”; (৪) ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শেষ প্রান্তস্থিত দাড়ির পরিবর্তে একটি কোলন প্রতিস্থাপিত হইবে এবং তৎপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত "তবে শর্ত থাকে যে যে ক্ষেত্র উত্তরপকেনপু সরবরাহ বা বে: প্রদান বা আমদানি বা রপ্তানি ব্যবসায় পরিচালনা কেন্দ্রীয়ভাবে করা হয় এবং উহার হিসাব-নিকাশ ও রেকর্ডপত্র অনুরূপভাবে সংরক্ষিত হয়, সে ক্ষেত্রে বোর্ড, সরকারী গেজেটে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, শুধুমাত্র উক্ত পণ্য সরবরাহের, সেবা প্রদানের বা, ক্ষেত্রমত, আমদানি বা রপ্তানি ব্যবসায়ের সদর দপ্তরকে এই ধরর অধীন নতি করে নির্দেশ প্রশ্ন করতে পরিবে।”; & (৫) ধারা ১৭ এর বিদ্যমান বিধানটি উক্ত ধরার উপ-ধারা (১) হিসাবে পুনর্সংখ্যায়িত হইবে এবং তৎপর নিম্নরূপ উপ-ধার (২) সংযোজিত হইবে, যথা:- so “(২) এই আইনে ভিন্নরূপ যাহা কিছু থাকুক না কেন, বাংলাদেশে প্রস্তুতকৃত, উৎপাদিত বা আমদানিকৃত কোন পণ্যের বিক্রেতা, হস্তান্তরকারী বা ইজারা প্রদানকারী অথবা, দ্বিতীয় তফসিলে বর্ণিত সেবা ব্যতীত, কোন সেবা প্রদানকারী কোন ব্যক্তি যিনি ধারা ১৫ ও উপ-ধারা (১) এর আওতা-বহির্ভূত তিনি ইচ্ছা করিলে করযোগ্য পণ্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী *N হিসাবে স্বেচ্ছায় নিবন্ধনের জন্য বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও Q পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিতে পারবেন এবং উক্ত আবেদনপত্র সর্বতোভাবে যথাযথ বলিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি আবেদনকারীকে নিবন্ধিত করিবেন এবং তাহার ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিয়া তাহাকে একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন; এবং এইরূপ নিবন্ধিত ব্যক্তি এই আইনের অধীন করদাতা হিসাবে বিবেচিত হইবেন এবং এই আইনের অধীন কর নিরূপণ ও পরিশোধ সম্পর্কিত সংশ্লিষ্ট সকল বিধান তাহার ক্ষেত্রে প্রযোজ্য হইবে।” অর্থ আইন, ১৯৯৪ - -