পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ঘ) শিরনামা সংখ্যা S০২৪ এর বিপরীতে তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা: “আসবাবপত্রের বিপণন কেন্দ্র : ব্যাখ্যা : “আসবাবপত্রের বিপণন কেন্দ্র” অর্থ নিজস্ব প্রস্তুতকৃত বা অন্যের দ্বারা প্রস্তুতকৃত যে কোন আসবাবপত্র পণের বিনিময়ে বিক্রয়ের স্থান এবং উক্তরূপ আসবাবপত্রের প্রস্তুত ও মেরামতের স্থানও এই ব্যাখ্যার আওতাভুক্ত হইবে।”; (ঙ) শিরনামা সংখ্যা S০৩০ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পর নিম্নবর্ণিত শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ অর্থ আইন, ১৯৯৪ সংযোজিত হইবে, যথা:- N - & aes০৩১ s০৩১০০ “পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসং* এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা : o ব্যাখ্যা : & “পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা” অর্থ পণের বিনিময়ে নিজস্ব প্ল্যান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি দ্বারা অন্যের মালিকানাধীন কোন করযোগ্য পণ্য মেরামত বা সাভিসিং এর কাজে নিয়োজিত কোন ব্যক্তি, দিবাসস্থ ১ o (৮) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে। So ১০। (১) উপ-ধারা (২), (৩), (৪) এবং (৫) এর বিধানাবলী সাপেক্ষে, আয়কর ১৯৯৪ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরের জন্য কোন কর -\ (২) (ক) ১৯৯৪ সনের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরে বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ কোম্পানী ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে তাহা হইলে দফা (খ) ও (গ) এর বিধান সাপেক্ষে উক্ত আয়ের উপর প্রদেয় আয়কর ৫০% হারে হাস করা যাইবে । ് ব্যাখ্যা - এই দফার উদ্দেশ্যে, (১) স্থানীয়ভাবে প্রস্তুতকৃত যন্ত্রপাতি, সরঞ্জামাদি এবং দেশের উৎপাদিত অন্যান্য তৈয়ারী পণ্যসামগ্রী যদি কোন সংস্থার নিকট তাহাদের বৈদেশিক মুদ্রার কোটায় সংগ্রহণ কার্যক্রমের অধীনে বিক্রয় করা হয়; অথবা