পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপিরাইট আইন, こののの ৯৭ (খ) আদেশে বিধান করা যাইতে পারে যে, এই আইন দ্বারা প্রদত্ত অধিকার এতদুদ্দেশ্যে প্রদত্ত আদেশ দ্বারা নির্ধারিত শর্ত ও আনুষঙ্গিকতা সাপেক্ষে কার্যকর হইবে। (২) সরকার উপ-ধারা (১) এর বিধান বাংলাদেশের বাহিরের শব্দ রেকর্ডিং এবং সম্প্রচার কর্তৃপক্ষের অভিনেতা ও প্রযোজকের ক্ষেত্রে প্রয়ােগ করতে ১ পারিবে । o বাংলাদেশে প্রথম ৭০। সরকারের নিকট যদি ইহা প্রতীয়মান হয় যে, কোন বিদেশী রাষ্ট্র :* বাংলাদেশী কর্মের গ্রন্থকারদের পর্যাপ্ত স্বার্থ সংরক্ষণ করিতেছে না বা স্বার্থ ক্ষেত্রে বিধিনিষেধের সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করিতেছে না, তাহা হইলে, সরকার, সরকারী গেজেটে ক্ষমতা প্রকাশিত আদেশ দ্বারা, এই মর্মে নির্দেশ জারী করিতে পারিবে যে, এই আইনের যে সকল বিধান দ্বারা বাংলাদেশের প্রথম প্রকাশিত কর্মের কপিরাইট প্রদান করে সেই সকল বিধান, আদেশে উল্লিখিত তারিখের পরে প্রকাশিত ঐ সকল কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যে সকল কর্মের গ্রন্থকার রূপ বিদেশী রাষ্ট্রর প্রজা বা নাগরিক এবং বাংলাদেশের ডোমিসাইল নহেন い。 অধ্যায়-১৩


কপিাইরেসনে কপিরাইট লঙ্ঘন ԳՏ | নেকাটিপতি বােলা গণ্য হইবে

(ক) যখন কোন ব্যক্তি এই আইনের অধীন কপিরাইটের মালিক বা রেজিষ্ট্রর কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত বা অনুরূপভাবে প্রদত্ত লাইসেন্সের শর্ত বা এই আইনের অধীন কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ও আরোপিত কেন শর্তসঙ্গাপূর্বক ര് o (আ) এমন কিছু করেন যাহা করিবার একচেটিয়া অধিকার এই O আইন দ্বারা কপিরাইটের মালিককে দেওয়া হইয়াছে; অথবা so (আ) অবগত না থাকার এবং সন্দেহের কোন যুক্তিসংগত কারণের SS অনুপস্থিতিতে, মুনাফার উদ্দেশ্যে জনসাধারণ্যে এমন কোন ༄་་་་་་་། কর্ম সম্পাদনের জন্য কোন স্থান ব্যবহারের অনুমতি দেন Q যাহাতে কর্মটির কপিরাইট লঙ্ঘন করে, যদি না ইহা প্রমাণ so করা হয় যে, বিষয়টি সম্বন্ধে তিনি অবগত ছিলেন না বা § অনুরূপ সম্পাদন কপিরাইটের লঙ্ঘন হইবে মর্মে বিশ্বাস o করিবার তাহার কোন যুক্তিসংগত কারণ ছিল না; বা CŞ (খ) যখন কোন ব্যক্তি (অ) কর্মটির অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বিক্রয় বা ভাড়া করেন বা বিক্রয় বা ভাড়া করান বা বাণিজ্যিকভাবে প্রদর্শনী করেন বা বিক্রয়ের কিংবা ভাড়ার প্রস্তাব করেন; বা