পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপিরাইট আইন, ২০০০ SSVరి বোর্ডের আদেশের ৯৬। ধারা ৯৫ এর অধীন আপীলে প্রদত্ত কোন সিদ্ধান্ত বা আদেশ ব্যতীত, বিরুদ্ধে আপীল বোর্ডের কোন চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশে সংক্ষুব্ধ কোন ব্যক্তি ঐ সিদ্ধান্ত বা আদেশ প্রদানের তিন মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপীল করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, ধারা ৬ এর আওতায় বোর্ডের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে NONঅনুরূপ কোন আপীল চলিবে না। o èst তামাদী গণনা ৯৭। এই অধ্যায়ের অধীন আপীলের জন্য প্রদত্ত তিন মাসের সময় গণনায়,০ যে আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা হইয়াছে, উহার সার্টিফাইড কপি বা, ক্ষেত্রমত, সিদ্ধান্তের রেকর্ড প্রদানের জন্য গৃহীত সময় বাদ দিতে হইবে। আপীলের পদ্ধতি ৯৮। হাইকোর্ট বিভাগ এই আইনের সহিত সংগতি রাখিয় ধরা ৯৬ এর অধীনে উহার নিকট দায়েরকৃত আপীলে অনুসরণীয় পদ্ধতি বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে । o, o অধ্যায়-১৭ - o ১ি রেজিষ্ট্রার এবং বোর্ড ৯৯। দেওয়ানী কার্যবিধির অধীনে কোন দেওয়ানী মামলার বিচার করা ಘೀ* কলে রেজিীর ও বাের্ড এর নিম্নোক্ত বিষয়ে দেওয়ানী আদালতের ক্ষমতা ক্ষমতা -> - থাকিবে, যথা:- qŞ` (ক) সমন-প্রদান কর এবং কোন ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকেশপথপূর্বক পরীক্ষা করা: (খ) কোন দলিল প্রদর্শন এবং উপস্থাপন করানো; o eo হলফনামাসহ সাক্ষ্য গ্রহণ; ... O ঘ) সাক্ষ্য বা দলিল পরীক্ষার জন্য কমিশন মঞ্জর করা: - SA (ঘ) রাক্ষার জন্য ঞ্জর করা: so (ঙ) কোন আদালত বা কার্যালয় হইতে কোন সরকারী নথি বা উহার o অনুলিপি তলব করা: so (চ) নির্ধারিতব্য অন্য যে কোন বিষয়। N ব্যাখ্যা।- সাক্ষীর উপস্থিতি বলবৎকরণার্থ, রেজিষ্ট্রার বা, ক্ষেত্রমত, বোর্ড o এর অধিক্ষেত্রের স্থানীয় সীমানা হইবে সমগ্র বাংলাদেশ। CŞ

  • “দেওয়ানী কার্যবিধির” শব্দগুলি “দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ (১৯০৮ সনের ৫নং আইন) এর” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ৪১ ধারাবলে প্রতিস্থাপিত।