পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8 কপিরাইট আইন, ২০০০ ১০০। রেজিষ্ট্রার বা বোর্ড কর্তৃক এই আইনের অধীন প্রদত্ত অর্থ প্রদানের রেজিষ্ট্রর বা বোর্ড প্রত্যেক আদেশ বা বাের্ড কর্তৃক প্রদত্ত অনুরূপ আদেশের বিরুদ্ধে আনীত : আপীলে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ, রেজিষ্ট্রার, বোর্ড বা ক্ষেত্রমত, ডিটারন্যায় কার্যকর সুপ্রীমকোর্টের রেজিষ্ট্রার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের ভিত্তিতে দেওয়ানী হইবে আদালতের ডিক্ৰী মৰ্মে গণ্য হইবে এবং অনুরূপ আদালতের ডিক্রীর ন্যায় অভিন্ন o পদ্ধতিতে কার্যকরযোগ্য হইবে। èst No ১০১। এই আইনের উদ্দেশ্য সাধনে সরল বিশ্বাসে কৃত বা করার অভিপ্রায় অব্যাহতি S এর জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা বা আইনগত কার্যক্রম চলিবে না। ് ১০২। এই আইনের অধীন নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা এবং বোর্ডের প্রত্যেক জনকে সদস্য দণ্ডবিধির ধারা ২১ এ public servant (জনসেবক) কথাটি যে অর্থে sò ব্যবহৃত হইয়াছে সে অর্থে public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবে। o

১০৩। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উ বিধিমালা প্রণয়নের পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পরিবে। སྔ་དྲ་རྒྱ་ད་ལྟ་ལ་ཨ། (২) পূর্বোল্লিখিত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুন্ন না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে সরকার বিশেষ করিয়া এবং উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুন্ন না করিয়া অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- S. (ক) চেয়ারম্যান এবং বোর্ডের ত সদস্যগণের কর্মের মেয়াদ ও চাকুরীর শর্তাবলী; S (খ) এই আইনের অধীন দাখিলন্তব্য অভিযোগ ও দরখাস্ত এবং মঞ্জুরীতব্য লাইসেন্সের ফরম,২ o (*) রেজিষ্ট্রর বাবাের্ডের সমীপে কার্যধরয় অনুসরণীয় পদ্ধতি (ঘ) ধারা ৪১ এর উপ-ধারা (২) এর অধীন দরখাস্ত দলিলের শর্তাবলী; (ঙ) ধারা ৪১ এর উপ-ধারা (৩) এর অধীন কপিরাইট সমিতি নিবন্ধন 8 শর্তাবলী: §. (চ) ধারা ৪১ এর উপ-ধারা (৪) এর অধীন নিবন্ধন বাতিলের তদন্ত; S (ছ) ধারা ৪২ এর উপ-ধারা (১) এর দফা (ক) এর অধীনে কপিরাইট সমিতিকে প্রদেয় ক্ষমতার শর্ত এবং উক্ত উপ-ধারার দফা (খ) এর e$ অধীন অধিকারের মালিকদের অনুরূপ ক্ষমতা অর্পণের ক্ষমতা প্রত্যাহারের শর্তাবলী;

  • “দ-বিধির” শব্দটি “দ-বিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে কপিরাইট

(সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ৪২ ধারাবলে প্রতিস্থাপিত।