পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こ8 বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০০০ (২) ট্রাস্ট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে, ইহার পক্ষে বা বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। ট্রাস্টের কার্যালয় ৪। ট্রাস্টের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং ইহা প্রয়োজনবোধে, ് সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন - করিতে পারিবে । So Q صيمر সাধারণ পরিচালনা ৫। ট্রাস্টের পরিচালনা ও প্রশাসন একটি বাের্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ট্রাস্ট যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পরিবে উক্ত বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। so so বোর্ড Wり | (১) বাের্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হুইবে যথা (ক) প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সচিব, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; S o (খ) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যিনি উহার ভাইস চেয়ারম্যানও হইবেন,০> (গ) মহাপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিট, উহার সদস্য-সচিবও হইবেন; o (ঘ) পরিচালক (প্রশাসন), বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিট, যিনি উহার কোষাধ্যক্ষও হইবেন;

  • অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন কর্মকর্তা s (চ) সরকার কর্তৃক মনোনীত প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের একজন
র্তা ۶یر

- কমকর্তা; o @ (ছ) সরকার কর্তৃক মনোনীত ৬ জন বেসরকারী প্রাথমিক শিক্ষক যাহাদের N মধ্যে নূনপক্ষে ২ জন মহিলা হইবেন। Q - (২) উপ-ধারা (১) (চ) ও (ছ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের o মনোনয়নের তারিখ হইতে তিন বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: so তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বেই কোন কারণ So না দর্শাইয়া উক্তরূপ যে কোন সদস্যকে যে কোন সময় তাহার দায়িত্ব হইতে আরও শর্ত থাকে যে, উক্তরূপ যে কোন সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে যে কোন সময় স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।