পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こと。 বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০০০ (৬) শুধুমাত্র সদস্যপদে শূন্যতা বা বোর্ড গঠনে ক্রটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না। ট্রাস্টের তহবিল ৯। (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং এই আইনের অধীন ট্রাস্টের - কার্যাবলী সম্পাদনের যাবতীয় ব্যয়ভার উক্ত তহবিল হইতে মিটানো হইবে। ് (S) ཨ༣ ཨ་ཙི་ཤ་ཧ་ཨ་གི་བྱེ་མ་ ༣ ཉི་ཧྥ ༢ཙོག་ལྟ ༢༧, གྲྭ་རྩ་དི་ཝ་ཨ་ལ་ ཨ་ལ་ཨ་ཧྥི་ সেই পরিমাণ অর্থ জমা রাখিবে এবং উক্ত জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত সুদ বা इताशमलाउडविलयवसाळवजनानदियाळजमाइलe (৩) ট্রাস্টের তহবিলে উপ-ধারা (২) এর অধীন প্রাপ্ত সুদ बाभ्रेनाका बाडीड নিম্নবর্ণিত অর্থও জমা হইবে, যথা: ཀྱཱ་ o, (ক) উপ-ধারা (২)-এর অধীন ব্যতীত সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোন অনুদান; eS (খ) ট্রাস্টের তহবিলের অর্থ নিয়ােগ হইতে প্রাপ্ত আয়; __> (*) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দান ও অনুদান; (ঘ) এই আইনের অধীন বেসরকার প্রাথমিক শিক্ষকগণ কর্তৃক প্রদত্ত চাদা: కR, (ঙ) অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ। ~, (৪) ট্রাস্টের তহবিলের সকল অর্থ যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে। o (৫) বোর্ডের চেয়ারম্যান এবং কোষাধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ট্রাস্টের সকল বাকলিৰপতি হল। বেসরকার প্রক্তি ১০। (১) প্রত্যেক বেসরকারী প্রাথমিক শিক্ষক ট্রাস্টের তহবিলে, প্রবিধান "ি:"দ" দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও হারে মাসিক চাঁদ প্রদান করিতে পারবেন। প্রদান o (২) যদি কোন বেসরকারী প্রাথমিক শিক্ষক উপ-ধারা (১) এ উল্লিখিত চাদা o প্রদান না করেন অথবা একাধিক্রমে তিন মাস অনাদায়ী রাখেন তাহা হইলে তিনি so বা তাহার পরিবারের কেহ এই আইনের অধীন কোন সুযোগ-সুবিধা পাইবার e$ অধিকারী হইবেন না: তবে শর্ত থাকে যে, চাদা অনাদায়ের ক্ষেত্রে বোর্ডের নিকট যদি এইরূপ প্রতীয়মান হয় যে, উক্ত অনাদায় সংশ্লিষ্ট বেসরকারী প্রাথমিক শিক্ষকের ইচ্ছাকৃত নহে বা এমন পরিস্থিতিতে চাদা অনাদায়ী ছিল যাহা চাদা প্রদানকারী বেসরকারী