পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাইকোর্ট বিভাগের এখতিয়ার S\లిO এডমিরালটি কোর্ট আইন, ২০০০ (জ) “মাষ্টার” অর্থ পাইলট বা পোতাশ্রয় মাষ্টার ব্যতীত, জাহাজ পরিচালনার জন্য ভারপ্রাপ্ত বা জাহাজ নিয়ন্ত্রণকারী যে কোন ব্যক্তি বুঝাইবে; (ঝ) “রাষ্ট্রীয় জলসীমা” অর্থ বাংলাদেশের স্থলভাগের বাহিরে সরকার কর্তৃক সময় সময় ঘোষিত এবং স্থলভূমির সীমানা হইতে পরিমাপকৃত 。 রাষ্ট্রীয় সীমানার বহিঃস্থ অভ্যন্তরীণ জলসীমা: & o (ঞ) “সুপ্রীম কোর্ট” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সন্দ্রি ১৪ অনুচ্ছেদ দ্বারা গঠিত বাংলাদেশের সুপ্রীম কোর্ট; ് (ট) “হাইকোর্ট বিভাগ” অর্থ সুপ্রীম কোর্টের হাইকেট বিভাগ, - (ঠ) “প্রধান বিচারপতি” অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি। ৩। (১) হাইকোর্ট বিভাগ এডমিরালটি কোর্ট হইবে। (২) এডমিরালটি কোর্টের নিম্নবর্ণিত যে কোন প্রশ্ন বা দাবী সম্পর্কে শুনানী এবং সিদ্ধান্ত গ্রহণ করিবার এখতিয়ার থাকিবে, যথা: N (ক) জাহাজের দখল বা মালিকানা বা উহার শেয়ারের মালিকানা বা নিবন্ধন সার্টিফিকেট, লগবুক বা জাহাজ চলাচল ও নৌপরিবহন ক্ষেত্রে পুনরুদ্ধর সংক্রান্তসকল দাবী o (*) জাহাজের দখল কর্মনিয়ােগ বা আয় সম্পর্কিত বিষয়ে কোন জাহাজের সহমালিকগণের মধ্যে উত্থাপিত যে কোন প্রশ্ন: (গ) কোন জাহাজ বা উহার শেয়ারের বন্ধক বা চার্জ (charge) সংক্রান্ত - দাবী; & (ঘ) কোন জাহাজ কর্তৃক সংঘটিত ক্ষতির দাবী; (ঙ) ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণের দাবী; (চ) জাহাজের ক্রটি, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জামাদির কারণে বা জাহাজের মালিক, ভাড়াকারী, দখলকার বা নিয়ন্ত্রণকারী অথবা মালিক, ভাড়াকারী বা দখলকারের নিকট দায়ী মাষ্টার, নাবিক বা অন্য কোন ব্যক্তির বেআইনী কর্ম, অবহেলা বা ব্যর্থতার কারণে অথবা জাহাজের ত্রুটিপূর্ণ পরিচালনা, ব্যবস্থাপনা, জাহাজে পণ্য বোঝাই, জাহাজ হইতে পণ্য খালাস, জাহাজে পণ্য পরিবহন, জাহাজে যাত্রী উঠানো বা জাহাজ হইতে যাত্রী নামানোর কারণে সংঘটিত প্রাণহানি বা ব্যক্তিগত ক্ষতির দাবী; (ছ) জাহাজে পরিবহনকৃত পণ্য হরাইয়া যাওয়া বা ক্ষতির দাবী;