পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8O সালিস আইন, ২০০১ ২০০১ সনের ১ নং আইন |S8 জানুয়ারী, Sooلا[ 。 o বাস্তবায়ন এবং অন্যান্য সালিস সম্পর্কিত বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। N যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যিক সলিল বিদেশী সালিসী নােদোদৰীকৃতি ও বাস্তবায়ন এবং অন্যান্য সালিস সম্পর্কিত বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; so সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল: o পরিচ্ছেদ-১ o o o o সংক্ষিপ্ত শিরোনাম, ১। (১) এই আইন সালিস আইন, ২০০১ নামে অভিহিত হইবে। প্রয়োগ ও প্রবর্তন * (২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে। (৩) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে।

  • * &o পরিচ্ছেদ-২ o & সাধারণ বিধানাবলী সংজ্ঞা ട്ട് ২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,

. സ് o (ক) “আইনানুগ প্রতিনিধি” অর্থ কোন ব্যক্তি যিনি আইনানুগভাবে কোন Q o মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন উক্ত ব্যক্তি; এবং যিনি কোন o মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনার সহিত সম্পৃক্ত থাকেন, এবং o সেই ক্ষেত্রে উক্ত পক্ষের মৃত্যু হইলে যেই ব্যক্তির উপর উক্ত সম্পত্তি cSR বর্তায় উক্ত ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন; Q (খ) “আদালত” অর্থ জেলাজজ আদালত, এবং সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের অধীন জেলাজজ আদালতের কার্য সম্পাদনের জন্য নিযুক্ত অতিরিক্ত জেলাজজ আদালতও ইহার অন্তর্ভুক্ত হইবে;