পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾ সালিস আইন, ২০০১ (৩) উপ-ধারা (১) ও (২) এ উল্লেখিত সময়সীমার পরে উত্থাপিত কোন আপত্তি গ্রহণ করা যাইবে যদি সালিসী ট্রাইব্যুনালের বিবেচনায় উক্তরূপ বিলম্ব যুক্তিসংগত বিবেচিত হয়। (৪) সালিসী ট্রাইব্যুনাল উপ-ধারা (১) ও (২) এ উল্লেখিত আপত্তির উপর - সিদ্ধান্ত প্রদান করবে এবং যেইক্ষেত্রে সলিসী ট্রাইবুনাল কোন অভিযোগ ১খারিজ করিবে সেইক্ষেত্রে সালিসী কার্যধারা অব্যাহত রাখিবে এবং রোয়েদাদ 2 প্রদান করিবে । _> (৫) কোন সালিসকারী নিয়োগ করিয়াছেন বা নিয়োগদানে অংশগ্রহণ করিয়াছেন কেবলমাত্র এই কারণে কোন পক্ষ ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে আপত্তি উত্থাপন করা হইতে বারিত হইবেন না। এখতিয়ার সংক্রান্ত ২০। (১) হাইকোর্ট বিভাগ, সালিসী কার্যধারার যে কোন পক্ষের বিষয়ে সিদ্ধান্ত প্রদানে আবেদনের প্রেক্ষিতে, অন্য সকল পক্ষের প্রতি নোটিশ জারপূর্বক, সালিসী |ణా ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কিত যে কোন বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে । & (২) এই ধারার অধীনে কোন ত বল বিবেচনা কৰা হইবে না, যদি না হয়কজি এইমসে কে (ক) বিষয়টি নিম্পত্তি হইলে খরচার পর্যন্ত সশ্রয় হইতে পারে (খ) আবেদনটি অবিলম্বে দাখিল করা হইয়াছিল; এবং o (গ) বিষয়টি নিম্পত্তির সমর্থনে উত্তম যুক্তি রহিয়াছে। o (৩) যেই সকল যুক্তির ভিত্তিতে হাইকোর্ট বিভাগ কর্তৃক বিষয়টি নিস্পত্তি হওয়া প্রয়ােজন সেই সকল যুক্তি উক্ত আবেদনে উল্লেখ করতে হইবে। - (8) পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হইলে, এই ধারার অধীন কোন আবেদন SS অব্যাহত রাখিতে এবং রোয়েদাদ প্রদান করিতে পারিবে। སཾ། ༣་ সালিসী ট্রাইব্যুনালের ২১। (১) পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হইলে, কোন পক্ষের অনুরোধে অন্তর্বর্তীকালীন বিরোধীয় কোন বিষয় সম্পর্কে অন্তর্বর্তীকালীন সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণে ཕུ་ཨ་ཁབ་ཨ་ সালিসী ট্রাইব্যুনাল অন্য কোন পক্ষকে আদেশ দিতে পারিবে এবং উক্ত - আদেশের বিরুদ্ধে কোন আপীল দায়ের করা যাইবে না। ് (২) সালিসী ট্রাইব্যুনাল উপ-ধারা (১) এর অধীন নির্দেশিত ব্যবস্থা সম্পর্কে কোন পক্ষকে উপযুক্ত জামানত সরবরাহের নির্দেশ দিতে পারিবে। (৩) অপর পক্ষকে নোটিশ প্রদান ব্যতীত এই ধারার অধীনে কোন আদেশ প্রদান করা যাইবে না: