পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সালিস আইন, ২০০১ ᎩQay (৪) সালিসী ট্রাইব্যুনাল তৎকর্তৃক প্রদত্ত কোন নির্দেশ বাস্তবায়নের সময় ধার্য করিতে এবং ধার্যকৃত সময় বর্ধিত করিতে পারিবে। ২৬। (১) পক্ষগণ সালিসের স্থান নির্ধারণের লক্ষ্যে মতৈক্যে উপনীত সালিসের স্থান হইতে পারিবে। NON o (২) উপ-ধারা (১) এর অধীন মতৈক্য না হইলে, পক্ষগণের সুবিধাসহ èst করিবে । CŞ (৩) উপ-ধারা (১) এবং (২) এ যাহা কিছুই থাকুক না কেন, পক্ষগণ . ভিন্নভাবে সম্মত না হইলে, সী ট্রাইব্যুনাল উহা সদস্যদের আলাপ ১ আলোচনার জন্য, সাক্ষী, বিশেষজ্ঞ বা পক্ষগণের শুনানীর জন্য বা দলিল, ১ দ্রব্যসামগ্ৰী বা অন্যান্য সম্পত্তি পরিদর্শনের জন্য তৎকর্তৃক উপযুক্ত বিবেচিত যে কোন স্থানে মিলিত হইতে পারিবে। & ২৭। পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হইলে, কোন - কার্যধারা শুরু সালিসী কার্যধারা শুরু হইয়াছে মর্মে গণ্য হইবে, যদি- o (ক) সংশ্লিষ্ট সালিস চুক্তি প্রযোজ্য হয় এইরুপ কেন বিরোধের উদ্ভব হয় এবং S. രു (খ) চুক্তির কোন পক্ষ- c (অ) অন্য পক্ষের নিকট হইতে উক্ত চুক্তি হইতে উদ্ভুত কোন বিরোধ সালিসে প্রেরণ করিতে বা প্রেরণ করার বিষয়ে সম্মতি আশোক বা - (আ) অন্য পক্ষের নিকট হইতে বিরোধীয় বিষয়ে একটি সালিসী ট্রাইব্যুনাল নিয়োগের জন্য বা নিয়োগে অংশগ্রহণ করিতে বা ১সম্মত হইতে বা একটি সালিসী ট্রাইব্যুনালের নিযুক্তিতে Nে- অনুমোদন জ্ঞাপনের নোটিশপ্রাপ্ত হয়। *N ২৮। (১) পক্ষগণ এতদুদ্দেশ্যে সম্মত হইতে পারিবে যে- কার্যধারা সংহতকরণ o o এবং একত্রে শুনানী § (ক) কোন সালিসী কার্যধারা অন্য সালিসী কার্যধারার সাথে সংহত হইবে: so (খ) সম্মত শর্তাধীনে একত্রে শুনানী অনুষ্ঠিত হইবে। -് (২) পক্ষগণ মতৈক্যের মাধ্যমে অনুরূপ ক্ষমতা সালিসী ট্রাইব্যুনালকে অর্পণ না করিলে, কার্যধারা সংহতকরণ বা একত্রে শুনানীর আদেশ প্রদানের কোন ক্ষমতা সালিসী ট্রাইব্যুনালের থাকিবে না।