পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ সালিস আইন, ২০০১ ᎼᏬᎩ ব্যাখ্যা - এই উপ-ধারার “ব্যাংক হার” অর্থে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত সুদের হারকে বুঝাইবে। (৭) পক্ষগণ অন্যভাবে সম্মত না হইলে (ক) সালিসের খরচ সালিসী ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত হইবে এবং (খ) সালিসী ট্রাইব্যুনাল রোয়েদাদে (অ) খরচ পাইতে অধিকারী পক্ষের নাম; (আ) খরচ প্রদানকারী পক্ষের নাম; (ই) খরচের পরিমাণ অথবা উক্ত পরিমাণ নির্ধারণের পদ্ধতি; এবং (ঈ) খরচ প্রদান করার পদ্ধতি উল্লেখ করিবে। o o, ব্যাখ্যা - এই উপ-ধারার “সালিসের খরচ” অর্থে সাক্ষীদের ফিসহ সালিসের খরচাদি, আইনগত ফি এবং খরচাদি, সালিস তদারককারী কোন প্রতিষ্ঠানের প্রশাসনিক ফি এবং সলিসী কার্যধারা ও সালিসী রোয়েদাদ বিষয়ে বাতিবাদসম্পর্কিত লিগতথা অন্তর্ভুক্ত হয়। ৩৯। (১) কোন সালিস চুক্তির ধারাবাহিকতায় সালিসী ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রোয়েদাদ চূড়ান্ত হইবে এবং উহা পক্ষগণ এবং তাহাদের মাধ্যমে বা অধীনে দাবীদার যে কোন ব্যক্তির উপর বাধ্যকর হইবে। ്പ് (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধান অধিকার ক্ষুন্ন হইবে না। o ৪০। (১) পক্ষগণ নতুন কোন সময়সীমা সম্পর্কে সম্মত না হইলে রোয়েদাদ প্রাপ্ত হওয়ার চৌদ্দ দিনের মধ্যে (ক) কোন এক পক্ষ, অপর পক্ষকে নোটিশ প্রদান করিয়া o (অ) সালিসী রোয়েদাদে সংঘটিত হওয়া গণনাগত ভুল কোন করণিক অথবা মুদ্ৰাক্ষরজনিত ক্রটি বা বিচূতি অথবা অনুরূপ o প্রকৃতির অন্য কোন ক্রটি সংশোধন করিতে; অথবা So (আ) যেক্ষেত্রে রোয়েদাদের বিভাজনযোগ্য অংশবিশেষ এমন কোন বিষয় সম্পর্কিত যাহা সালিসে প্রেরিত হয় নাই এবং সালিসে প্রেরিত বিষয়ের উপর প্রদত্ত সিদ্ধান্তকে উহা প্রভাবিত করে না সালিসী ট্রাইব্যুনালকে অনুরোধ করিতে পরিবে: রোয়েদাদ চূড়ান্ত ও সংশোধন, ব্যাখ্যা