পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SV8 সালিস আইন, ২০০১ (উ) সালিসী ট্রাইব্যুনালের গঠন বা সালিসী পদ্ধতি পক্ষগণের চুক্তির সহিত সংগতিপূর্ণ ছিল না অথবা এইরূপ চুক্তির অবর্তমানে এই আইনের বিধানাবলীর সহিত সংগতিপূর্ণ নয়; (খ) আদালত কিংবা ক্ষেত্রমত, হাইকোর্ট বিভাগ এই মর্মে সন্তুষ্ট হয় যে (অ) বিরোধের বিষয়বস্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে ് সালিসের মাধ্যমে নিম্পত্তিযোগ্য নহে; No (আ) সসি রোয়েদাদ দৃশ্যত বাংলাদেশে প্রচলিত কেন আইনের -Co. (ই) সালিসী রোয়েদাদ বাংলাদেশের আস্থপঞ্জি অথবা O (ঈ) সালিসী রোয়েদাদ তঞ্চকতা বা দুনীতি দ্বারা প্ররোচিত বা প্রভাবান্বিত । so (২) কোন পক্ষ রোয়েদাদ বাতিল করার জন্য আবেদন দাখিল করিলে আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত আদালত বা ক্ষেত্রমত, হাইকোর্ট বিভাগ রোয়েদাদের অধীনে প্রদেয় কোন অর্থ, যদি থাকে, আদালতে বা ক্ষেত্রমত জন্য উক্ত পক্ষকে আদেশ করিতে পারিবে। o ব্যাখ্যা।- এই ধারায় “আদালত” অর্থে যে আদালতের অধিক্ষেত্রের স্থানীয় আদালতকে বুঝাইবে। o পরিচ্ছেদ-৯ s ... O সালিসী রোয়েদাদের প্রয়োগ శాక ৪৪। ধারা ৪২ এর অধীন সালিসী রোয়েদাদ বাতিল করার আবেদন *" S দাখিলের সময়সীমা উত্তীর্ণ হইলে অথবা অনুরূপ আবেদন অগ্রাহ্য হইলে, © দেওয়ানী কার্যবিধির অধীন আদালত কর্তৃক কোন সালিসী রোয়েদাদ এমনভাবে প্রয়োগ করা হইবে যেন উহা ঐ আদালতেরই ডিক্রি । so ব্যাখ্যা।- এই ধারার “আদালত” অর্থে এই আদালতের অধিক্ষেত্রের স্থানীয় e$ সীমার ভিতরে সালিসী রোয়েদাদটি চূড়ান্তভাবে প্রদত্ত ও স্বাক্ষরিত হইয়াছে উক্ত আদালতকে বুঝাইবে।