পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ সালিস আইন, ২০০১ (আ) যে আইনের অধীন পক্ষগণ সালিস চুক্তি করিয়াছে সেই আইনটি বৈধ আইন নহে; (ই) আবেদনকারী সালিসকারী নিয়োগ বা সালিসী কার্যধারা সম্পর্কে যথাযথ নোটিশ প্রদান করা হয় নাই, অথবা উক্ত পক্ষ তাহার মামলা উপস্থাপন করিতে বা অন্য কোন যুক্তিসংগত 。 কারণে অক্ষম হইয়াছিল; বা èst ゞ。 (ঈ) সংশ্লিষ্ট বিদেশী সালিসী রোয়েদাদ এমন কেন বিরোধীয় বিষয় তবে শর্ত থাকে যে, সালিসে প্রেরিত বিষয়ের উপর སྨ༡༤ bs ༡༢ যদি সালিসে প্রেরিত হয় নাই এমন বিষয় হইতে পৃথক করা সম্ভব হয় তা হইলে সালিসে প্রেরিত ঐরুপ বিষয়ের উপর প্রদত্ত সিদ্ধান্ত সম্বলিত বিদেশী রোয়েদাদ আংশিকভাবে স্বীকৃতি ধন বাস্তানক যজ্ঞের _QNo. (উ) সালিসী ট্রাইব্যুনালের গঠন বা সালিসী পদ্ধতি পক্ষগণের চুক্তির সহিত সংগতিপূর্ণ ছিল না অথবা এইরূপ চুক্তির অবর্তমানে যে দেশে সালিস অনুষ্ঠিত হইয়াছে সেই দেশের আইনের সহিত সংগতিপূর্বছি না অথবা (উ) সালিসী রোয়েদাদ এখনও পক্ষগণের উপর বাধ্যকর হয় নাই, অথবা যে দেশে বা যে দেশের আইনের অধীনে রোয়েদাদ -প্রদত্ত হইয়াছিল উহার কোন বৈধ কর্তৃপক্ষ কর্তৃক উক্ত so রোয়েদাদ বাতিল বা স্থগিত করা হইয়াছে; অথবা (খ) যে আদালতে বিদেশী সালিসী রোয়েদাদ কার্যকর করার দাবী করা so হইয়াছে উক্ত আদালতের মতে O (অ) বিরোধের বিষয়বস্ত বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে ട്ട് সালিসের মাধ্যমে নিম্পত্তিযোগ্য নহে; অথবা S (আ) বিদেশী সালিসী রোয়েদাদটি কার্যকর করা বাংলাদেশের o জননীতির পরিপন্থী হইবে। § (২) যদি উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (উ) এ উল্লিখিত o উপযুক্ত কর্তৃপক্ষের নিকট বিদেশী সালিসী রোয়েদাদ বাতিল বা স্থগিত করার so জন্য আবেদন দায়ের করা হইয়া থাকে, তাহা হইলে যে আদালতে বিদেশী করিলে রোয়েদাদ কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত করিতে পারিবে এবং রোয়েদাদ কার্যকর করার দাবীকারীর আবেদনের ভিত্তিতে অপর পক্ষকে উপযুক্ত জামানত প্রদানের আদেশ দিতে পারিবে । Q