পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ᎼbᎹQᏑ (ঙ) তিনি প্রজাতন্ত্রের বা কর্পোরেশনের অথবা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের কর্মে লাভজনক সার্বক্ষণিক কোন পদে অধিষ্ঠিত থাকেন; অথবা (চ) তিনি কর্পোরেশনের কোন কাজ সম্পাদনের বা মালামাল সরবরাহের জন্য ঠিকাদার হন, অথবা কর্পোরেশনের কোন বিষয়ে তাহার কোনরূপ আর্থিক স্বর্থ থাকে অথবা, তিনি কর্পোরেশন এলাকায় সরকার কর্তৃক ১নিযুক্ত কোন অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকানদার হন; অথবা èst ★@` (ছ) তাহার নিকট এই আইনের অধীনে আরোপিত কর, রেট, সেস, টােল অথবা ফি কিংবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোন ঋণ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকে। Q. o, ব্যাখ্যা - এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে- N |- C조 o (অ) “ব্যাংক” অৰ্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ৫(ণ) -তে সংজ্ঞায়িত ব্যাংক কোম্পানী; o o (আ) “আর্থিক প্রতিষ্ঠান” অর্থ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২(খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান; S O.

  • * * অথবা ১ (ঝ) তিনি প্রজাতন্ত্রের বা কোন স্থানীয় কর্তৃপক্ষের কোন পদ হইতে নৈতিক স্থলনজনিত অসদাচরণের দায়ে বরখাস্ত হন এবং তাহার বরখাস্তের তারিখ হইতে যদি পাচ বৎসর অতিক্রান্ত না হইয়া থাকে।
  • - o, .ே ৯। (১) কোন ব্যক্তি একই সঙ্গে মেয়র শ* * *] এবং কমিশনার পদের i কিংবা একের অধিক কমিশনার পদের জন্য নির্বাচন প্রার্থ হইতে পারবেন না এবং যদি কোন ব্যক্তি এইরূপ পদের জন্য নির্বাচন প্রার্থী হন, তাহা হইলে তাহার

o (২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও কর্পোরেশনের চলতি মেয়াদ অব্যাহত Q থাকার সময়ে মেয়র পঞ্চ * *] এর পদ শূন্য হইলে কোন কমিশনার মেয়র o o so - -് (জ) প্যারাটি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৭ ধারা কর্তৃক বিলুপ্ত।

  • “, ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন)

এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত। “বা ডেপুটি মেয়র” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত।