পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ S$S কমিশনার নির্বাচন ২৬। (১) ধারা ২০ এর অধীনে বিভক্ত প্রত্যেক ওয়ার্ড হইতে একজন কমিশনার নির্বাচিত হইবেন। (২) ধারা ২৩ এর দফা (ক) এর অধীনে সমন্বিত প্রত্যেক ওয়ার্ড হইতে একজন মহিলা কমিশনার নির্বাচিত হইবেন। NQ o নির্বাচনের সময়, ২৭। (১) নিম্নবর্ণিত সময়ে কর্পোরেশনের মেয়র পঞ্চ * * ૭ ইত্যাদি কমিশনারগণের নির্বাচন অনুষ্ঠিত হইবে, যথা:- &o CN (ক) কর্পোরেশন প্রথমবার গঠনের ক্ষেত্রে, এই আইন বলবৎ হইবার পর যথাশীঘ্ৰ সম্ভব; ്

  • @o

(খ) কর্পোরেশনের মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী একশত আশি দিনের মধ্যে; ve (গ) ধারা ১৫৫ এর অধীনে কর্পোরেশনের গঠন বাতিলের ক্ষেত্রে, বাতিলাদেশ জারীর পরবর্তী একশত আশি দিনের মধ্যে । o (২) উপ-ধারা (১) এবং দফা (খ) ও (গ) এর অধীনে নির্বাচিত মেয়র শ* * *] অথবা কুমিশনার, কর্পোরেশনের মেয়াদ অথবা ক্ষেত্রমত, কর্পোরেশনের গঠন বাতিলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কর্পোরেশনের কাজেরখল কতিপরুিন। নির্বাচন পরিচালনা ২৮। (১) নির্বাচন কমিশন বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনা করিবেন এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা: o o নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং ... O তাহাদের ক্ষমতা ও দায়িত্ব; o 3 (খ) প্রার্থী মনোনয়ন, মনোনয়নের ক্ষেত্রে আপত্তি এবং মনোনয়ন বাছাই; N ് (গ) প্রার্থীগণ কর্তৃক প্রদেয় জামানত এবং উক্ত জামানত ফেরত প্রদান বা বাজেয়াপ্তকরণ; § so (ঘ) প্রার্থীপদ প্রত্যাহার; -്

  • ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং

আইন) এর ২০ ধারা কর্তৃক বিলুপ্ত।

  • ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং

আইন) এর ২০ ধারা কর্তৃক বিলুপ্ত।