পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ ১৯২ সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ (ঙ) প্রার্থীগণের এজন্টে নিয়োগ; (চ) প্রতিদ্বন্দ্বিতা এবং বিনা-প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি; (ছ) ভোট গ্রহণের তারিখ, সময় ও স্থান এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়; 。 (জ) ভোট দানের পদ্ধতি; o (ঝ) ভোট বাছাই ও গণনা, ফলাফল ঘোষণা এবং সমসংখ্যক ভোটের & ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি; ് (ঞ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত <o" ও বিলিবন্টন; ് so (ট) যে অবস্থায় ভোট গ্রহণ স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহণ করা যায়; o § (ঠ) নির্বাচনী ব্যয়; Q (ড) নির্বাচনের দুর্নীতিমূলক বা অবৈধ কার্যকলাপ ও অন্যান্য নির্বাচনী অপরাধ এবং উহার দণ্ড; ം:അ (ঢ) নির্বাচনী বিরোধ এবং উহার বিচার ও নিম্পত্তি; এবং (ণ) নির্বাচন সম্পর্কিত আনুষঙ্গিক অনন্যਜਿ।

  • N (২) উপ-ধারা (১) এর দফা (ড) এর ক্ষেত্রে প্রণীত বিধিতে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডের বিধান করা যাইবে, তবে কারাদণ্ডের মেয়াদ সাত বৎসরের অধিক হইবে না। o

২৯ মাের শত্ৰ দিলিলতিফ বালি নাম নির্বাচনের ফলাফল নির্বাচনের পর যথাশীঘ্র সম্ভব, নির্বাচন কমিশন সরকার গেজেটে প্রকাশ করবে। o * s তৃতীয় পরিচ্ছেদ Q নির্বাচন বিরোধ * ২৩০। (১) এই আইনের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচন বা গৃহীত নির্বাচনী নিৰ্বাচনী দরখাস্ত কার্যক্রম বিষয়ে নির্বাচন ট্রাইব্যুনাল ব্যতীত কোন আদালত বা অন্য কোন দাখিল ২ কর্তৃপক্ষের নিকট আপত্তি উথাপন করা যাইবে না। S ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ২১ ধারা কর্তৃক বিলুপ্ত।