পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৬ সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ (৬) মেয়রের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে চেয়ারম্যান বা ভাইসচেয়ারম্যান স্বীয় পদত্যাগ করিতে পরিবেন, এবং মেয়র কর্তৃক পদত্যাগপত্র প্রাপ্তির তারিখ হইতে পদত্যাগ কার্যকর হইবে। (৭) কোন স্থায়ী কমিটির চেয়ারম্যান বা ভাইস-চেয়ারম্যান অথবা অন্য কোন সদস্যের পদ আকস্মিকভাবে শূন্য হইলে, তাহা উপ-ধারা (৩) এ বর্ণিত è পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হইবে এবং নব নির্বাচিত ব্যক্তি তাহার èst (৮) কোন স্থায়ী কমিটি উহার উত্তরাধিকারী স্থায়ী কমিটির প্রথম সভা ് অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিতে থাকিবে। . ബ് ৪১। (১) কর্পোরেশন প্রবিধান দ্বারা প্রত্যেক স্থায়ী কমিটির কার্যাবলী স্থায়ী কমিটিসমূহের নির্ধারণ করিবে । ༣ ཝམ་ཨོཾ་ཨཱཿ ২ টা টি ল করি আপলে কুমান সাল চূড়ান্ত হইবে। ് ৪২। কর্পোরেশন প্রয়োজনবোধে, কমিশনারগণের মধ্য হইতে বাছাইকৃত অন্যান্য কমিটি গঠন » Jr পারিবে । 、 ৪৩। (১) কর্পোরেশন বা উহার কোন স্থায়ী কমিটি কিংবা অন্য কোন কর্পোরেশনের কাজে কমিটি উহার যে কোন দায়িত্ব পালনের জন্য কোন ব্যক্তির সাহায্য বা পরামর্শের বেশি প্রয়োজন বোধ করিলে উক্ত ব্যক্তিকে উহার কাজের সহিত সম্পৃক্ত করিতে পৃক্তক পারিবে । So (২) উপ-ধারা (১) এর অধীনে কর্পোরেশন বা কোন কমিটির সহিত সম্পৃক্ত ব্যক্তি উহার সভায় আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন, তবে তাহার ভোটাধিকার থাকিবে না। ১ ৪৪। (১) সংখ্যাগরিষ্ঠ কমিশনারগণের সিদ্ধান্ত অনুযায়ী কর্পোরেশনের কর্পোরেশনের সভায় কোন সভা একান্তে অনুষ্ঠিত না হইলে, উহার প্রত্যেক সভা জনসাধারণের জন্য ""; উন্মুক্ত থাকিবেf -- (২) কর্পোরেশন, প্রবিধান দ্বারা, উহার সভায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করিতে পারিবে । o sò ৪৫। কর্পোরেশন বা উহার কোন কমিটির সভায়, কোন কমিশনারের কমিশনারগণের কোন বিষয়ে অথবা তাহার ব্যবস্থাধীন বা নিয়ন্ত্রণাধীন আছে এইরূপ কোন সম্পত্তি বিষয়ক আলোচনায় উক্ত কমিশনার অংশগ্রহণ বা ভোট দান করিবেন। না ।