পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ >あ° সভার কার্যপদ্ধতি ও কার্য পরিচালনার জন্য প্রবিধান সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ কার্যাবলী ও কার্যধারা বৈধকরণ ৪৬। এই আইন সাপেক্ষে, কপোরেশন উহার সভা এবং উহার স্থায়ী কমিটি কিংবা অন্যান্য কমিটির সভার কার্যপদ্ধতি ও কার্য পরিচালনার জন্য প্রবিধান প্রণয়ন করিতে পারিবে । ৪৭। (১) কর্পোরেশন এবং উহার প্রত্যেক স্থায়ী কমিটি বা অন্য কোন কমিটির সভার কার্যবিবরণীতে অন্যান্য বিষয়ের মধ্যে, উপস্থিত কমিশনার বা , একটি বহিতে লিপিবদ্ধ করতে হইবে এবং সুভার সুভাপতি কর্তৃক যাহা স্বাক্ষরিত হইতে হইবে এবং কর্পোরেশন বা সংশ্লিষ্ট কমিটির পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থিত হইতে হইবে। o (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কার্যবিবরণী কর্পোরেশন অফিসে করিতে হইবে। <? (৩ধনুষ্টিকর্তা এতে সম্ভ কৰুিীর এক প্ৰতিলিপি উক্ত কার্যবিবরণী স্বাক্ষরিত হইবার তারিখ হইতে দশ দিনের মধ্যে সরকারের নিকট প্রেরণ করিবেন। ംരു ৪৮। (১) এই আইনের অধীনে কৃত কোন কার্য, বা গৃহীত কোন কার্যধারা সম্পর্কে কেবলমাত্র- co N (ক) কর্পোরেশন বা উহার কেন কমিটতে কোন পদ শূন্যতার কারণে কিংবা উহার গঠনে কোন ত্রুটি থাকার কারণে; অথবা o (খ) কোন মামুলি ক্ৰটি বা অনিয়মের কারণেকোন প্রশ্ন উথাপন করা চলবে না। ക്ക് কর্পোরেশন অথবা উহার কোন কমিটির সভার কার্যবিবরণী ং যথাযথভাবে লিপিবদ্ধ ও স্বাক্ষরিত হইলে উহার সভা যথাযথভাবে আহবান করা হইয়াছে এবং পরিচালিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ৪৯। (১) কর্পোরেশন কর্তৃক বা উহার পক্ষে সম্পাদিত সকল চুক্তি (ক) লিখিত হইতে হইবে এবং কর্পোরেশনের নামে সম্পাদিত হইয়াছে বলিয়া প্রকাশিত হইতে হইবে; এবং (খ) বিধি অনুসারে সম্পাদিত হইতে হইবে। (২) কোন চুক্তি সম্পাদনের অব্যবহিত পরে অনুষ্ঠিত কর্পোরেশনের সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা চুক্তিটি সম্পর্কে সভাকে অবহিত করিবেন। সদস্যগণের নাম উল্লেখ করতে হইবে এবং উক্ত কবিরণী তদদেশে রক্ষিত । è