পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ S$$ প্রধান নির্বাহী کیے جیتے কর্মকর্তার বিশেষ নথিপত্রের হেফাজত প্রধান নির্বাহী কর্মকর্তার সভা সম্পর্কিত অধিকার Q ് - তবে শর্ত থাকে যে, প্রধান নির্বাহী কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি হইলে, সরকারকে এক মাসের নোটিশ না দিয়া অনুরূপ কোন বিশেষ সভা আহবান করা এবং অনুরূপ কোন প্রস্তাব উত্থাপন করা যাইবে না। (৪) এই আইন ও বিধিতে ভিন্নরূপ বিধান না থাকিলে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশনের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন এবং ಫ್ಲಿಫ಼ಘೀ N. দায়িত্ব পালন করিবেন। ON (6) अथान निशेि कर्मकडी शैग्न क्रमडा अयाण शव माहिए थाल्ने ক্ষেত্রে মেয়রের নিকট দায়ী থাকিবেন। co (৬) অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করিবেন। o ৫৩। কোন দুর্ঘটনাবশতঃ বা দুর্ঘটনার সম্ভাবনার কারণে অথবা অদৃষ্টপূর্ব কোন ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, কর্পোরেশনের সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধিত হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে অথবা জনজীবন বিপন্ন হইলে বা তুরিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং তৎসম্পর্কে তিনি অবিলম্বে কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট স্থায়ী কমিটির নিকট প্রতিবেদন পেশ করিবেন এবং উক্ত প্রতিবেদনে অনুরূপ ব্যবস্থা গ্রহণের কারণ এবং তজ্জন্য যদি খরচ হইয়া থাকে বা হইতে পারে, তাহাও উল্লেখ করবেন। ৫৪। প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশন ও উহার সকল কমিটির যাবতীয় থাকিবেন।--

  • No.

৫৫। প্রধান নির্বাহী কর্মকর্তার কর্পোরেশন বা উহার যে কোন কমিটির - & ভায় উপস্থিত থাকিবার এবং সভার আলোচনায় অংশগ্রহণের অধিকার থাকিবে No S. এবং অনুরূপ কোন সভায় তিনি, সভাপতির অনুমতিক্রমে, কোন বিষয়ে বিবৃতি প্রদান বা ব্যাখ্যা দান করিতে পারিবেন; তবে উক্তরূপ সভায় তাহার ভোট দানের বা প্রস্তাব উত্থাপনের কোন অধিকার থাকিবে না। ৫৬। (১) প্রধান নির্বাহী কর্মকর্তা, সময় সময়, কপোরেশনের যে সমস্ত পদ করিয়া কর্পোরেশনের নিকট পেশ করিবেন। (২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং প্রধান নির্বাহী কর্মকর্তার মতামত গ্রহণ করিয়া উপ-ধারা (১) এর অধীনে প্রস্তুতকৃত তফসিল প্রয়োজনীয় সংশোধন করিতে এবং এইরূপে সংশোধিত তফসিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, চূড়ান্ত করিতে পারিবে। NQ