পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২১৫ সাধারণের বাজার ১০৪। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, কপোরেশন খাদ্যদ্রব্য, পানীয় ও জীবজন্তু বিক্রয়ের জন্য সাধারণের বাজার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে । (২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, NQ কর্পোরেশন সাধারণের বাজার নির্মাণের উদ্দেশ্যে তৎকর্তৃক স্থিরকৃত শর্তাবলী , -3 সাপেক্ষে, ইচ্ছক দখলকারগণের নিকট হইতে নির্ধারিত সালামী বা আগাম ভাড়া ত্ৰ আদায় করিতে পারিবে । šo Q (৩) কর্পোরেশন সাধারণের বাজারের জন্য প্রবিধান দ্বারা- ് (ক) বাজার ব্যবহার অথবা বাজারে পণ্য বিক্রয়ের জন্য ফিস-পার্য করার; '_് (খ) বিক্রয়ার্থ পণ্য বহনকারী যানবাহন বা পশুর উপর ফিস আরোপ করার; o (গ) দোকান ও ষ্টল ব্যবহারের জন্য ফিস আদায় করার; ON (ঘ) লিনাত পল দলিখক এবং (ঙ) বাজারের দালাল, কমিশন এজেন্ট, কয়াল এবং বাজারে জীবিকা অর্জনকারী অন্যান্য ব্যক্তির নিকট হইতে ফিস আদায়ের বিধান করিতে পারবে। বেসরকারী বাজার 〉の○ | (১) কপেশেন কর্তৃক প্রদত্ত আইলে এবং উহার শর্তা ব্যতীত কর্পোরেশন এলাকার মধ্যে কোন বেসরকারী বাজার প্রতিষ্ঠা অথবা রক্ষণাবেক্ষণ করা যাইবে না। (২) উপ-ধারা (১) এর যাহাই থাকুক না কেন, এই আইন বলবৎ হওয়ার বলবৎ হওয়ায় তিন মাসের মধ্যে কর্পোরেশনের নিকট লাইসেন্সের জন্য আবেদন করিবেন এবং যতদিন পর্যন্ত তাহাকে লাইসেন্স প্রদান করা না হয় N ༄།་་་་་་ (৩) কর্পোরেশন প্রবিধান অনুযায়ী বেসরকারী বাজার হইতে ফিস আদায় § করিতে পারিবে । § (৪) কর্পোরেশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোন বেসরকারী বাজার § জনস্বার্থে বন্ধ করিয়া দেওয়া অথবা উহার কর্তৃত্ব কর্পোরেশনের গ্রহণ করা - O উচিত, তাহা হইলে কর্পোরেশন বাজারটি বন্ধ করিবার জন্য নির্দেশ প্রদান Rofio oilfio WoRIT Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (VI of 1982) (To Wärt of TSTT অধিগৃহীত হইলে উহার জন্য যে ক্ষতিপূরণ দেয় হইবে সেই ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে কর্পোরেশন উক্ত বাজারের কর্তৃত্বভার গ্রহণ করিবে।