পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২২৩ দুর্ভিক্ষ ১৩০। দুর্ভিক্ষ দেখা দিলে সরকারের অনুমোদনক্রমে, প্রয়োজনানুসারে দুর্ভিক্ষ কবলিত লোকদের জন্য ত্রাণ ব্যবস্থা করিতে পারিবে। বিপজ্জনক ও ক্ষতিকর ১৩১। (১) সরকার বিধিমালা দ্বারা কি কি দ্রব্য বা ব্যবসায় এই ধারার বভর ব্যবসা-বাণিজ্য উদ্দেশ্যে বিপজ্জনক ও ক্ষতিকর তাহা নির্ধারণ করবে। 。 (২) কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার ৩ (ক) কেন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসায় চালাইতে পারবেন। (*) কোন বাড়ঘর বা স্থানকে কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসায়ের জন্য ব্যবহার করিতে দিতে পারিবেন না; ཡ་༢༢་དྲ་མ་བྱེད་ (গ) গার্হস্থ কার্যে ব্যবহারের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বা কোন আইন দ্বারা নির্ধারিত সীমার অধিক কোন বিপজ্জনক বা ক্ষতিকর বস্তু দেবাটতে (৩) সরকারের পূর্বানুমোদনক্রমে, কপোরেশন, নগরীর কোন এলাকাকে বিপজ্জনক ও ক্ষতিকর বস্তুর ব্যবসায়ের জন্য নিষিদ্ধ এলাকা বলিয়া নির্ধারিত করিতে পারিবে এবং উক্ত এলাকায় উক্তরূপ বস্তুর ব্যবসায় নিষিদ্ধ করতে পারিবে । qŞ` গোরস্থান ও শ্মশান ১৩২ ৷ ७)ुपिस्थत बृथ्वनि घाम वा घाख जना छाइन९ শাশানের ব্যবস্থা করিবে এবং উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। @ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সর্বসাধারণের ব্যবহার্য কোন গোরস্থান বা শশানকে কর্পোরেশনের উপর ন্যস্ত বলিয়া ঘোষণা করিতে পরিবে এবং অনুরূপ ঘোষণার পর উহা কর্পোরেশনে ন্যস্ত হইবে এবং - o করিবে । o (৩) যে সকল গোরস্থান বা শ্মশান কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয় না o সেই সকল গোরস্থান বা শশান কর্পোরেশনের নিকট রেজিষ্ট্রিভুক্ত করাইতে so হইবে এবং উহা প্রবিধান অনুযায়ী কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন - O থাকিবে । (৪) কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন গোরস্থান বা শ্মশান প্রতিষ্ঠা করা যাইবে না।