পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২8 সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ৯ম পরিচ্ছেদ গাছ, পার্ক, উদ্যান ও বন ১৩৩। (১) কর্পোরেশন নগরীর সাধারণ রাস্তা ও অন্যান্য সরকারী জায়গায় বৃক্ষ রোপণ বৃক্ষ রোপণ করিবে এবং উহার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ o করিবে । èst

  • (*

(২) কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে বৃক্ষ-গবেষণা পরিকল্পনা SS প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। ് ১৩৪। (১) কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধা ও উন্নচিত্তবিনোদনের জন্য প্রয়োজনীয় সাধারণ উদ্যান নির্মাণ ও উহার রক্ষণাবেক্ষণ o করিতে পারিবে, এবং প্রবিধান অনুযায়ী উক্ত উদ্যান পরিচালিত হইবে। s (২) প্রত্যেক সাধারণ উদ্যানের উন্নয়নের জন্য কর্পোরেশন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিবে । o .No ۶یر ১৩৫। কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার খোলা জায়গা ব্যবস্থা করিবে এবং উহাকে তৃণাচ্ছাদিত করার, ঘেরা দেওয়া এবং মনোরম করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবে। o ১৩৬। কুপোরেশন বনােন্নয়ন করতে পারবে এবং বন প্রকল্প প্রণয়ন ও বন বাস্তবায়ন করিতে পারিবে এবং উহার বনাঞ্চল বৃক্ষ রোপণ এবং সংরক্ষণ করিতে পারিবে । ~ - o, ՏԾԳ լ (১) কর্পোরেশন বৃক্ষ ও চারা গাছের ধ্বংস সাধনকারী কীট-পতংগ বৃক্ষ সংক্রান্ত , বিনাশের ব্যবস্থা করিতে পারিবে। ক্ষতিসাধন কার্যাবলী o খাদনাঙ্গল বােলালাবাল জনো তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা জমি বা অংগনের মালিক ও দখলকারকে উহা পরিষ্কার করার জন্য নির্দেশ দিতে পারিবে, এবং যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে উহা করিতে ব্যর্থ হন, তাহা হইলে কর্পোরেশন নিজেই উহা পরিষ্কার করিতে পরিবে এবং ইহা বাবদ কর্পোরেশনের যাবতীয় ব্যয় উক্ত (মলিক ও দখলদারের নিকট হইতে তাঁহাদের উপর এই আইনের অধীন cSR আরোপিত কর হিসাব আদায়যোগ্য হইবে। (৩) কর্পোরেশন, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বিপজ্জনক বৃক্ষ কর্তন করিবার অথবা রাস্তার উপর ঝুলন্ত এবং রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী বা অন্য