পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩8 সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ (৪) যে নোটিশ সর্বসাধারণের জন্য তাহা কর্পোরেশন কর্তৃক নির্ধারিত বলিয়া গণ্য হইবে। ১৭০। এই আইনের অধীনে প্রস্তুতকৃত এবং সংরক্ষিত যাবতীয় রেকর্ড প্রকাশ্য রেকর্ড NQএবং রেজিষ্টার Evidence Act, 1872 (I of 1872) তে যে অর্থে ব্যবহৃত ് হইয়াছে সেই অর্থে, প্রকাশ্য রেকর্ড (Public document) বলিয়া গণ্য হইবে। No ১৭১। মেয়র পক্ষ * *, প্রত্যেক কমিশনার, প্রধান নির্বাহী কর্মকর্তা, মেয়র - শ - কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং কর্পোরেশনের কার্য সম্পাদনের If জন্য যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত অন্যান্য ব্যক্তি, Penal Code (XLV of >So 1860) এর section 21 এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে, জনসেবক & (Public servant) offs off of o, o ১৭২। এই আইন বা বিধি বা প্রবিধানের অধীনে সরল বিশ্বাসে কৃত কোন সরল বিশ্বাসে কৃত কার্যের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা "" থাকিলে তজ্জন্য সরকার, কর্পোরেশন বা উহাদের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না। o CN o ১৭৩। (১) এই আইন বলবৎ হইবার সঙ্গে সঙ্গে Paurashava রহিতকরণ ও Ordinance, 1977 (XXVI of 1977) অতঃপুর ÈNG Ordinance <ff If উল্লেখিত, ཨaf་དང་མ་མཐ”ཨི༔ འགས་ཆུ་ཝ་ད་ད་ལྟའི་ཝ་བྷམ་ཤ་ (S) to Ordinance এর প্রয়োগ উক্তরূপে রহিত হইবার পর, M(ক) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত Paurshava Ordinance, 1977 (Ord. No. XXVI of 1977) এর অধীন গঠিত বিদ্যমান সিলেট ং পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারগণ কর্পোরেশনের মেয়র ও ২ কমিশনার হিসাবে উহর দায়িত্ব পালনকরা যাইবেন। o o so - cSR * “, ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) CŞ এর ২৩ ধারা কর্তৃক বিলুপ্ত।

  • “, ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন)

এর ২৩ ধারা কর্তৃক বিলুপ্ত। দফা (ক) সলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ২৪ ধারা কর্তৃক প্রতিস্থাপিত।