পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২৪৩ চতুর্থ তফসিল (ধারা ১৬৪ দ্রষ্টব্য) যে সকল বিষয় সম্পর্কে বিধি প্রণয়ন করা যাইতে পারে ১। ওয়ার্ডসমূহের এলাকা নির্ধারণ, মেয়র এবং কমিশনারের নির্বাচন। o ২ । মাের এক কমিশনার অপারে জন্মশিনসহ আৱল পদ্ধতি। . -- ৩। কর্পোরেশনের কার্য কি প্রকারে এবং কোন কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পন্ন হইবে তাহা নির্ধারণ। ് ৪ । পূর্তকাজ সম্পন্ন করার পদ্ধতি, পূর্তকাজ সম্পন্ন করার জন্য প্রদেয় টাকার হারের তফসিল, বাৎসরিক পূর্তকাজের কর্মসূচী এবং উহার মঞ্জুরী ও বাস্তবায়ন, পূর্বকজ পরিদর্শন এবং পরিদর্শন কর্মকর্তালির ক্ষমতা। Go | চুক্তি সম্পাদন, নিবন্ধন ও বলবৎ করার পদ্ধতি, সরকারের অনুমোদন নীতিমালা। o ৬। ঠিকাদারগণের নিবন্ধিকরণ ফিস, ঠিকাদার কর্তৃক প্রদেয় জামানত এবং জামানত বাজেয়াঙের শর্ত২ি০ ৭। রক্ষণাবেক্ষণযোগ্য রেকর্ডসমূহ কি কি রিপোর্ট এবং রিটার্ণ প্রস্তুত করিতে হইবে তাহা নিরূপণ এবং তাহার প্রকাশনা পদ্ধতি, অপ্রয়োজনীয় রেকর্ডপরে হেফাজতকরণ, রক্ষণাবেক্ষণ ও ধ্বংসকরণ। ৮। প্রধান নির্বাহী কর্মকর্তার উপর কি কি ক্ষমতা ন্যস্ত হইবে এবং উহা কি প্রকারে নির্বাহ করা হইবে তাহা নিৰ্দ্ধারণ। ৯। কর্পোরেশনের কর্মকর্তা এবং কর্মচারীগণের বিরুদ্ধে শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত পদ্ধতি। SS এবং ঋণ পরিশোধের জন্য বিশেষ ফান্ড (Sinking fund) ও অন্যান্য ་་།།།།༽ - তহবিল স্থাপন। o ১১। বাজেটের ফরম ও প্রণয়ন পদ্ধতি, কপোরেশনের নিকট বাজেট পেশ এবং o আহবান ও বাজেট সংশোধন পদ্ধতি। -so ১২। হিসাব রক্ষণ পদ্ধতি, মাসিক ও বার্ষিক হিসাব প্রণয়ন, পরীক্ষা, প্রত্যয়ন ও প্রকাশনা। ১৩। কি কি উদ্দেশ্যে এবং কি প্রকারে ঋণ সংগ্রহ করা যাইবে তাহা নির্ধারণ, ঋণের সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্টকরণ।