পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২৫৫ ৪। (১) কর্পোরেশন নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- কর্পোরেশন গঠন (ক) মেয়র; শঞ্চ * * (গ) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সংখ্যক o কমিশনার; এবং ് (ঘ) উপ-ধারা (৩) অনুযায়ী কেবল মহিলাদের জন্য সংরক্ষিত নির্ধারিত & সংখ্যক কমিশনার। ് (২) মেয়র শ* ** এবং কমিশনারগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই ৩১ ಇಸ್ರಾಣಿ (৩) উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন নির্ধারিত সংখ্যক কমিশনারের এক-তৃতীয়াংশের সমসংখ্যক আসন, অতঃপর সংরক্ষিত আসন বলিয়া উল্লিখিত, মহিলাদের জন্য সংরক্ষিত থাকিবে: o তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার কোন কিছুই এই ধারার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না। ംര് ব্যাখ্যা - এই উপ-ধারার অধীন সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে, যদি উক্ত সংখ্যার ভগ্নাংশ থাকে এবং উক্ত ভগ্নাংশ অর্ধেক বা তদূৰ্ধ হয়, তবে উহাকে পূর্ণ সংখ্যা বলিয়া গণ্য করিতে হইবে এবং যদি উক্ত ভগ্নাংশ অর্ধেক এর কম হয়, তবে উহাকে উপেক্ষা করিতে হইবে। o (৪) মেয়র পঞ্চ * * কলেকশনারবা গণ্য হইবেন। ৫। (১) কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা কর্পোরেশনের মেয়াদ অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে: তবে শর্ত থাকে যে, কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও, উহা পুনর্গঠিত কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিয়া যাইবে। Q. ༔ ཀྱཻ་ཨེ་ (খ) বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং আইন) এর ৩ ধারা কর্তৃক _\\ বিলুপ্ত। Sং ", ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং CŞ আইন) এর ৩ ধারা কর্তৃক বিলুপ্ত। “(গ)” বন্ধনী ও অক্ষরটি “(খ)” বন্ধনী ও অক্ষরটির পরিবর্তে বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং আইন) এর ৩ ধারা কর্তৃক প্রতিস্থাপিত।

  • “ও ডেপুটি মেয়র” শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং আইন) এর

৩ ধারা কর্তৃক বিলুপ্ত।