পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬০ বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ (চ) অসদাচরণ অথবা কর্পোরেশনের কোন অর্থ বা সম্পত্তির কোন ক্ষতিসাধন বা উহা আত্মসাতের বা অপপ্রয়োগের জন্য দায়ী হন। ব্যাখ্যা - (ক) এই উপ-ধারায়, “অসদাচরণ” বলিতে ক্ষমতার অপব্যবহার, দুনীতি, স্বজনপ্রীতি এবং ইচ্ছাকৃত কু-শাসন বুঝাইবে। (২) সরকার, সরকারী গেজেটে আদেশ দ্বারা, উপ-ধারা (১) এ বর্ণিত কারণে মেয়র ** * *] বা কোন কমিশনারকে অপসারণ করিতে পারিবেন। No (৩) উপ-ধারা (২) এর অধীন অপসারণের ক্ষেত্রে কারণ দর্শাইবার জন্য সুযোগ দান না করিয়া প্রয়োজনানুরূপ তদন্ত ব্যতিরেকে উপ-ধারা (১) এ উল্লিখিত কোন কারণে অপসারণ করা যাইবে না: . -- তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর দফা (গ) তে বর্ণিত কারণে অপসারণের ক্ষেত্রে কোনরূপ তদন্ত অনুষ্ঠানের প্রয়ােজন হইবে না। o (৪) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারা অনুযায়ী অপসারিত কোন ব্যক্তি কর্পোরেশনের কার্যকালের অবশিষ্ট মেয়াদের জন্য মেয়র গঞ্জ শ বা কমিশনার কোন পদে নির্বাচিত হইবার যোগ্য হইবেন না। - No মেয়র 4 * *] ও ১২। মেয়র পঞ্চ * *] ও কমিশনারের পদ শূন্য হইবে, যদি কমিশনার পদ শূন্য * \, হওয়া (ক) তিনি ধারা ৮(২) এর অধীন মেয়র ‘ক্ষ * *] বা কমিশনার হইবার অযোগ্য হইয়া পড়েন; () لار (*) তিনি ধারা ৬ এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ব্যর্থ হন এবং যদি যুক্তিসঙ্গত কারণে সরকার কর্তৃক উক্ত নির্ধারিত সময়-সীমা বর্ধিত করা না হয়;

  • * (গ) তিনি ধারা ১০ এর অধীনে পদত্যাগ করেন; অথবা & (ঘ) তিনি ধারা ১১ এর অধীনে তাহার পদ হইতে অপসারিত হন; অথবা

ട്ട് (ঙ) তিনি মৃত্যুবরণ করেন। ...ON S —- “, ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং মাইন) এর ১০ ধারা কর্তৃক বিলুপ্ত। \ “, ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং so, আইন) এর ১০ ধারা কর্তৃক বিলুপ্ত। O “, ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং CŞ আইন) এর ১১ ধারা কর্তৃক বিলুপ্ত।

  • “, ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং

আইন) এর ১১ ধারা কর্তৃক বিলুপ্ত।

  • ", ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং

আইন) এর ১১ ধারা কর্তৃক বিলুপ্ত।