পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২৬৫ (চ) প্রতিদ্বন্দ্বিতা এবং বিনা-প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি: (ছ) ভোট গ্রহণের তারিখ, সময় ও স্থান এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়; (জ) ভোট দানের পদ্ধতি; NON(ঝ) ভোট বাছাই ও গণনা, ফলাফল ঘোষণা এবং সমসংখ্যক ভোটের ് ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি; No (ঞ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত è ও বিলিবন্টন; o (ট) যে অবস্থায় ভোট গ্রহণ স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহণ o করা যায়; s (ঠ) নির্বাচনী ব্যয়; o (ড) নির্বাচনের দুর্নীতিমূলক বা অবৈধ কার্যকলাপ ও অন্যান্য নির্বাচনী অপরাধ এবং উহার দণ্ড; &o (ঢ) নির্বচনীবিধে এবং উহারকির ও নিম্পজ ৰ’ (c) নিসম্পর্ক আকুকি নানৰ্ম্মি । (২) উপ-ধারা (১) এর দফা (ড) এর ক্ষেত্রে প্রণীত বিধিতে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডের বিধান করা যাইবে, তবে কারাদণ্ডের মেয়াদ সাত বৎসরের অধিক হইবে না। & ২৯। মেয়র পঞ্চ * * এবং কমিশনার হিসাবে নির্বাচিত সকল ব্যক্তির নাম নির্বাচনের ফলাফল নির্বাচনের পর যথাশীয় সম্ভব নির্বাচন কমিশন সরকারী গেজেট প্রকাশ করবে। প্রকাশ \) - & く e സ് ৩০। (১) এই আইনের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচন বা গৃহীত নির্বাচনী శాs কার্যক্রম বিষয়ে নির্বাচন ট্রাইব্যুনাল ব্যতীত কোন আদালত বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট আপত্তি উত্থাপন করা যাইবে না। S(২) কোন নির্বাচনের প্রার্থী ব্যতীত অন্য কোন ব্যক্তি উক্ত নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উথাপন ও প্রতিকার প্রার্থনা করিয়া নির্বাচন e$ ট্রাইব্যুনালে আবেদন করিতে পারিবেন না।

  • ", ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং

আইন) এর ২১ ধারা কর্তৃক বিলুপ্ত।