পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২৬৭ পঞ্চম পরিচ্ছেদ নির্বাহী ক্ষমতা ৩৬। (১) এই আইনের অধীনে যাবতীয় কার্যাবলী যথাযথভাবে সম্পাদনের নির্বাহী ক্ষমতা (২) এই আইন এবং বিধিতে ভিন্নরূপ বিধান না থাকিলে, কর্পোরেশনের N. নির্বাহী ক্ষমতা মেয়রের উপর ন্যস্ত থাকিবে এবং এই আইন ও বিধি অনুযায়ী SS উহা মেয়র কর্তৃক প্রত্যক্ষভাবে অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা বা মেয়রের নিকট ് হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে প্রযুক্ত হইবে। *o* (৩) কর্পোরেশনের নির্বাহী বা অন্য কোন কার্য কর্পোরেশনের নামে গৃহীত ২০ হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে এবং উহা নির্ধারিত পদ্ধতিতে - হইতে হইবে। ് voዓ ! (১) কর্পোরেশনের সুষ্ঠ প্রশাসন ও কার্য পরিচালনার উদেশে সরকার মহানগরকে জোনে মহানগরকে প্রয়ােজনীয় সংখ্যক জেনে বিভক্ত করতে পরিবে: বিভক্তিকরণ (২) প্রত্যেক জোনে একটি করিয়া জোনাল অফিস থাকিবে এবং উহা কর্পোরেশন কর্তৃক প্রদত্তকাবলী সম্পাদন করবে।১১ ക عيمر" ৩৮। কর্পোরেশনের সকল কার্য নির্ধারিত পদ্ধতিতে উহার বা উহার স্থায়ী কার্য নিম্পন্নকরণ কমিটিসমূহের সভায় অথবা মেয়র পঞ্চ ***, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক নিষ্পন্ন করিতে হইবে। \రిసి) | (༠)ཐར་"ཤ་ཨ་ཝ་དྷ་གྲལ། ཨ་ཨཱ་ཨཱ་ একবার সভায় মিলিত হইবে। সভা (২) মেয়র অথবা তাহার অনুপস্থিতিতে তাহার দায়িত্ব পালনকারী ব্যক্তি, প্রয়োজন মনে করিলে যে কোন সময় কর্পোরেশনের সভা আহবান করিতে পরিবেন, তবে কমিশনারগণের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশের লিখিত অনুরোধপ্রাপ্ত হইলে তিনি কর্পোরেশনের সভা আহ্বান করতে বাধ থাকবেন। (৩) কমিশনারগণের মোট সংখ্যার অনূ্যন এক-তৃতীয়াংশের সার্বক্ষণিক উপস্থিতি না থাকিলে কর্পোরেশনের কোন সভায় কোন কার্য নিম্পন্ন করা যাইবে o ് (৪) এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, কপোরেশনের সভায় সকল সিদ্ধান্ত উপস্থিত কমিশনারগণের সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হইবে।

  • ", ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং

আইন) এর ২২ ধারা কর্তৃক বিলুপ্ত।