পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԳo বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ সভার কার্যপদ্ধতি ও ৪৬। এই আইন সাপেক্ষে, কপোরেশন উহার সভা এবং উহার স্থায়ী কমিটি "" কিংবা অন্যান্য কমিটির সভার কার্যপদ্ধতি ও কার্য পরিচালনার জন্য প্রবিধান প্রণয়ন করিতে পারিবে । সভার কার্যবিবরণী ৪৭। (১) কর্পোরেশন এবং উহার প্রত্যেক স্থায়ী কমিটি বা অন্য কোন NQ লিপিবদ্ধকর কমিটির সভার কার্যবিবরণীতে অন্যান্য বিষয়ের মধ্যে, উপস্থিত কমিশনার বা , -3 সদস্যগণের নাম উল্লেখ করতে হইবে এবং উক্ত কবিরণী তদদেশে রক্ষিত । একটি বহিতে লিপিবদ্ধ করিতে হইবে এবং সুভার সুভাপতি কর্তৃক তাহা স্বাক্ষরিত হইতে হইবে এবং কর্পোরেশন বা সংশ্লিষ্ট কমিটির পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থিত হইতে হইবে। o (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কার্যবিবরণী কর্পোরেশন অফিসে পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখিতে হইবে, তবে কমিশনার ব্যতীত অন্য যে কোন করিতে হইবে। <? (৩) ধন হীি কর্মকর্তা এতেক সরকারিণীর এক প্ৰতিলিপি উক্ত কার্যবিবরণী স্বাক্ষরিত হইবার তারিখ হইতে দশ দিনের মধ্যে সরকারের নিকট প্রেরণ করিবেন। ംരു কার্যাবলী ও কার্যধার ৪৮। (১) এই আইনের অধীনে কৃত কোন কার্য, বা গৃহীত কোন কার্যধারা বৈধকরণ ۶یر - co o (ক) কর্পোরেশন বা উহার কোন কমিটিতে কোন পদ শূন্যতার কারণে কিংবা উহার গঠনে কোন ত্রুটি থাকার কারণে; অথবা (খ) নেমুলক বাতনিকেরল কোন প্রশ্ন উথাপন করা চলবে না। ക്ക് কর্পোরেশন অথবা উহার কোন কমিটির সভার কার্যবিবরণী இ. হইয়াছে এবং পরিচালিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। চুক্তি- ৪৯। (১) কর্পোরেশন কর্তৃক বা উহার পক্ষে সম্পাদিত সকল চুক্তি- S (ক) লিখিত হইতে হইবে এবং কর্পোরেশনের নামে সম্পাদিত হইয়াছে & বলিয়া প্রকাশিত হইতে হইবে; এবং Q (খ) বিধি অনুসারে সম্পাদিত হইতে হইবে। (২) কোন চুক্তি সম্পাদনের অব্যবহিত পরে অনুষ্ঠিত কর্পোরেশনের সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা চুক্তিটি সম্পর্কে সভাকে অবহিত করিবেন।