পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbr○ বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ আদর্শ কর তফসিল ৭৬। সরকার আদর্শ কর-তফসিল প্রণয়ন করিতে পারিবে, এবং কর্পোরেশন, কর, রেইট, টোল, সেস বা ফিস আরোপণের ক্ষেত্রে উক্তরূপ প্রণীত কর-তফসিল অনুসরণ করিবে। কর আরোপণের ৭৭। (১) সরকার, কর্পোরেশনকে (ক) ধারা ৭৪ এর অধীনে আরোপণীয় যে কোন কর, রেইট, টোল, সেস ് অথবা ফিস আরোপ করার নির্দেশ দিতে পারিবে: \ (খ) দফা (ক) এর অধীনে আরোপিত কোন কর ইত্যাদি হ্রাস বা বৃদ্ধি করার নির্দেশ দিতে পারিবে; ാ (গ) দফা (ক) এর অধীনে আরোপিত কোন কর ইত্যাদি হইতে কোন ব্যক্তি বা সম্পত্তিকে অব্যহতি দিতে অথবা উহা স্থগিত রাখতে বা প্রত্যাহার করতে নির্দেশ দিতে পারবে। ২১ (২) উপ-ধারা (১) এর অধীনে প্রদত্ত কোন নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে পারিবে । o কর সংক্রান্ত দায় ৭৮। (১) কোন ব্যক্তি বা জিনিসপত্রের উপর কর, রেইট, টােল বা ফিস আরোপ করা যাইবে কি না উহা নির্ধারণের প্রয়োজনে কর্পোরেশন, নোটিশের মাধ্যমে, যে কোন ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করিতে বা এতদসংক্রান্ত দলিলপত্র হিসাব বই বানিসপত্র দলি করিবার জন্ম নির্দেশ দিতে পারি। () (S) এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্পোরেশনের যে কোন কর্মকর্তা, যথাযথ নোটিশ প্রদানের পর কোন কর ইত্যাদি আরোপযোগ্য কি না উহা যাচাই করার জন্য যে কোন ইমারত বা স্থানে প্রবেশ করিতে এবং যে কোন জিনিসপত্র পরিদর্শন করিতে পারবেন। N(૭) এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্পোরেশনের যে কোন কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে, কোন জিনিসপত্রের উপর আরোপিত কোন কর, ইত্যাদি আদায়ের 3জন্য উহা বাজেয়াপ্ত ও হস্তান্তর করিতে পরিবেন। o কর সংগ্রহ ও আদায় ৭৯। (১) এই আইনের অধীনে আরোপিত কর, রেইট, টোল, সেস ও ফিস © নির্ধারিত পদ্ধতিতে সংগ্রহ করা হইবে। o (২) এই আইনের অধীনে কর্পোরেশন কর্তৃক দাবীযোগ্য সকল কর, রেইট, so - টোল, সেস এবং ফিস ও অন্যান্য অর্থ সরকারী দাবী (Public Demand) e$ হিসেবে আদায়যোগ্য হইবে। (৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করিয়া কর্পোরেশন কর্তৃক দাবীযোগ্য বকেয়া সকল কর, রেইট, টোল, সেস এবং ফিস ও অন্যান্য অর্থ আদায় করার জন্য সরকার কর্পোরেশনকে ক্ষমতা প্রদান করিতে পারিবে।