পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০ ՀԳ ৮। (১) পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- পরিষদের গঠন (ক) পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; 。 (গ) সচিব, অর্থ বিভাগ; o (ঘ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; & (ঙ) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়; ് (চ) সরকার কর্তৃক মনোনীত একজন পানি সম্পদ প্রকৌশলী বা বিজ্ঞানী & - (ছ) সরকার কর্তৃক মনোনীত একজন পানি সম্পদ বিশেষজ্ঞ; s (জ) সরকার কর্তৃক মনোনীত একজন এনজিও প্রতিনিধি; ഴ്സ് o (ঝ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড একাউনটেন্ট-এর একজন প্রতিনিধি; o N (ঞ) বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের সুবিধাভোগীদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত দুইজন প্রতিনিধি ON (ট) পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২ (১৯৯২ সনের ১২ নং আইন)এর অধীন গঠিত পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক: (ঠ) মহাপরিচালক। so o (২) উপ-ধারা (১)-এর দফা (চ), (ছ), (জ), (ঝ) ও (ঞ)-তে উল্লিখিত পদে বহাল থাকিবেন এবং পুনরায় একই মেয়াদে নিয়োগের জন্য যোগ্য হইবেন: তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কোন কারণ না দর্শাইয়া উক্ত-রূপ কোন সদস্যকে যে কোন সময় তাহার পদ হইতে অ্যাতিপালি আরও শর্ত থাকে যে, উক্ত-রূপ কোন সদস্য তাহার মেয়াদ শেষ হইবার করতে পারবেন। e$ (৩) পরিষদের কোন সদস্যপদ শূন্য রহিয়াছে অথবা উহা গঠনে কোন ক্রটি রহিয়াছে কেবল এই কারণে পরিষদের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না।