পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbrbr বরিশাল সিটি কর্পোরেশন আইন, このの) (২) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, বিধি অনুসারে দুগ্ধ সরবরাহ প্রকল্প প্রণয়ন বা বাস্তবায়ন করিতে পারিবে এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে গোয়ালা কলোনী স্থাপন এবং নগরীর কোন এলাকায় দুগ্ধবতী গবাদিপশু পালন নিষিদ্ধ করার এবং জনসাধারণের নিকট পর্যাপ্ত পরিমাণ সাধারণের বাজার ১০৪। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন । খাদ্যদ্রব্য, পানীয় ও জীবজন্তু বিক্রয়ের জন্য সাধারণের বাজার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে । ് (২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন সাধারণের বাজার নির্মাণের উদ্দেশ্যে তৎকর্তৃক স্থিরকৃত শর্তাবলী সাপেক্ষে, ইচ্ছুক দখলকারগণের নিকট হইতে নির্ধারিত সালামী বা আগাম ভাড়া আদায় করিতে পারিবে । o,

ു്

(৩) কপোরেশন সাধারণের বাজারের জুন প্রবিধান দ্বারা (ক) বাজার ব্যবহার অথবা বাজারে পণ্য বিক্রয়ের জন্য ফিস ধার্য করার; o (*) বিক্রয়ার্থ পণ্য বহনকার যানবাহন বা পশুর উপর ফিস আরোপ করার; oSD o (গ) দোকান ও ষ্টল ব্যবহারের জন্য ফিস আদায় করার; NJ (ঘ) বিজয়ের জন্য আনীত বা বিক্রত পশুর উপর ফিস ধার্য করার; এবং പ്പ്

  • (ঙ) বাজারের দালাল, কমিশন এজেন্ট, কয়াল এবং বাজারে জীবিকা o অর্জনকারী অন্যান্য ব্যক্তির নিকট হইতে ফিস আদায়ের বিধান

করিতে পারবে। • ಗೌಣಗೌಡ বেসরকারী বাজার ు $ం (১) কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কর্পোরেশন এলাকার মধ্যে কোন বেসরকারী বাজার প্রতিষ্ঠা অথবা ২১ রক্ষণাবেক্ষণ করা যাইবে না। o (২) উপ-ধারা (১) এ যাহাই থাকুক না কেন, এই আইন বলবৎ হওয়ার o বলবৎ হওয়ার তিন মাসের মধ্যে কর্পোরেশনের নিকট লাইসেন্সের জন্য আবেদন & করিবেন এবং যতদিন পর্যন্ত তাহাকে লাইসেন্স প্রদান করা না হয় ততদিন পর্যন্ত Q তিনি উক্ত বাজার রক্ষণাবেক্ষণ করিতে থাকিবেন। (৩) কর্পোরেশন প্রবিধান অনুযায়ী বেসরকারী বাজার হইতে ফিস আদায় করিতে পারিবে ।