পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২৯৭ (৪) কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন গোরস্থান বা শ্মশান প্রতিষ্ঠা করা যাইবে না। ৯ম পরিচ্ছেদ গাছ, পার্ক, উদ্যান ও বন 。 ১৩৩। (১) কর্পোরেশন নগরীর সাধারণ রাস্তা ও অন্যান্য সরকারী জায়গায় বৃক্ষ রোপণ ് বৃক্ষ রোপণ করিবে এবং উহার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ SS করিবে । ് (২) কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে বৃক্ষ-গবেষণা পরিকল্পনা <o" প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। ് ">, ১৩৪। (১) কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধা ও উদ্যান চিত্তবিনােদনের জন্য প্রয়োজনীয় সাধারণ উদ্যান নির্মাণ ও উহার রক্ষণাবেক্ষণ করিতে পারিবে, এবং প্রবন অনুযায়ী উক্ত উদান পরিচালিত হবে।" o (২) প্রত্যেক সাধারণ উদ্যানের উন্নয়নের জন্য কর্পোরেশন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিবে । o ১৩৫। কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার খোলা জায়গা ব্যবস্থা করবে এবং উহাকে তৃনাচ্ছাদিত করার ঘের দেওয়া এবং মনােরম করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবে। o ১৩৬। কর্পোরেশন বানান্নয়ন করতে পরিবে এবং বন প্রকল্প প্রণয়ন ও বন বাস্তবায়ন করিতে পারিবে এবং উহার বনাঞ্চল বৃক্ষ রোপণ এবং সংরক্ষণ করিতে পারিবে । asso ১৩৭। (১) কর্পোরেশন বৃক্ষ ও চারা গাছের ধ্বংস সাধনকারী কীট-পতংগ বৃক্ষ সংক্রান্ত । নিশে বাবা ত্রিপলি। ক্ষতিসাধন কার্যাবলী (২) যদি নগরীর কোন জমিতে বা অংগনে ক্ষতিকর গাছপালা বা লতাগুলা জনো তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা জমি বা অংগনের মালিক ও দখলকারকে উহা পরিষ্কার করার জন্য নির্দেশ দিতে পারিবে, এবং যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে উহা করিতে ব্যর্থ হন, তাহা কর্পোরেশন নিজেই উহা পরিষ্কার করিতে পারিবে এবং ইহা বাবত কর্পোরেশনের যাবতীয় ব্যয় উক্ত মালিক ও দখলদারের নিকট হইতে তাহদের উপর এই আইনের অধীন -് আরোপিত কর হিসাব আদায়যোগ্য হইবে। (৩) কর্পোরেশন, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বিপজ্জনক বৃক্ষ কর্তন করিবার অথবা রাস্তার উপর ঝুলন্ত এবং রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী বা অন্য