পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so - \S)○○ বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ (ট) সর্বসাধারণের চিত্তবিনোদনের জন্য সুবিধাদির ব্যবস্থা গ্রহণ ও উন্নতি বিধান করিতে পারিবে; এবং (ঠ) দেশীয় সাংস্কৃতিক অগ্রগতি ও উন্নয়নের সহায়ক সম্ভাব্য অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে । পাঠাগারসমূহ ১৪৩। কর্পোরেশন, সর্বসাধারণের ব্যবহারের জন্য সাধারণ পাঠাগার ও ভ্ৰাম্যমান পাঠাগার প্রতিষ্ঠা করিতে পারিবে। &o Q মেলা ও প্রদর্শনী S88 | কর্পোরেশন সরকারের পূর্বনুমোদনক্রমে, নগরীতে কোন মেলা, প্রদর্শনী বা সাধারণ উৎসবের সময় জনস্বাস্থ্য ও জননিরাপত্তা প্রয়োজনে বা জন সুবিধার্থে প্রয়ােজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পরিবে এবং উহার সমাজকল্যাণ । No. সমাজকল্যাণ ১৪৫। কপোরেশন- ് (ক) দুঃস্থদের জন্য ཝ་ཡི་མ་ཚེ།Ts কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, এতিমখানা, বিধবা সিওনাল স্টিনস্থানওরককে পেরি - (*) কর্পোরেশন নিজ খরচে নগরীতে মৃত নিঃস্ব ব্যক্তিদের মৃতদেহ দুল ওদহের ব্যবস্থ করতে পরিবে: (গ) ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর o অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ O - করিতে পরিবে; ട്ട് (ঘ) সমাজ সেবার জন্য স্বেচ্ছাসেবক গঠনে সংগঠিত করিতে পরিবে: SS ۶یر *) (ঙ) নারী, শিশু ও পশ্চাদপদ শ্রেণীর কল্যাণসাধনের জন্য কার্যক্রম Q - ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; § (চ) সমাজ কল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে No. পারিবে ।