পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ VIII (৪) সরকার উপ-ধারা (১) এর অধীনে কৃত সংকোচন ও সম্প্রসারণ কার্যকর করার প্রয়োজনে অথবা এতদসংক্রান্ত বিষয়ে যে কোন আদেশ প্রদান করিতে পারিবে । ১৬২। এই আইন বা বিধি বা প্রবিধানের অধীনে প্রদত্ত কর্পোরেশন বা আপীল NONমেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তার কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তি o নির্ধারিত পদ্ধতি এবং সময়ের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের নিকট উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করিতে পারবেন; এবং এইক্ষেত্রে আপীল কর্তৃপক্ষের সিদ্ধান্ত § চূড়ান্ত হইবে এবং ইহার বিরুদ্ধে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে ് না । ১৬৩। সময় সময় জারীকৃত স্থায়ী আদেশ দ্বারা, সরকার- སྦལ་གྱི་ཁ་ཤས་ (ক) করে সঙ্গে অনান স্থানীয় পরে সম্পর্ক নল । নিয়ন্ত্ৰণ করিতে পারিবে; o & (খ) কর্পোরেশন এবং সরকারী কর্তৃপক্ষের কার্যাবলীর মধ্যে কাজের N (গ) কর্পোরেশনকে আর্থিক সহায়তা প্রদান কৱিতে পরিবে; এবং (ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন কর্তৃক অনুসরণীয় সাধারণ পথ-নির্দেশনার বিধান করিতে পারবে। o ১৬৪ । (১) এই আইনের উদেশ্য পুরুকল্পে সরকার সরকারী গেজেটে বিধি প্রণয়ন ক্ষমতা প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ বিধিতে চতুর্থ তফসিলে উল্লেখিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে । O ১৬৫ । (১) ཞི་གང་རུང་ উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন, সরকারের প্রবিধানপ্রণয়নের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের বা বিধির সহিত অর্জস্যপূর্ণ না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে । o ং (২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে পঞ্চম তফসিলে উল্লেখিত সকল বা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে। cSR CŞ (৩) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, পঞ্চম তফসিলের ১০ হইতে ২৫ পর্যন্ত ক্রমিক নম্বরে (উভয় সমেত) উল্লিখিত বিষয়ের উপর প্রণীত কোন প্রবিধান পূর্ব প্রকাশনা ব্যতিরেকে কার্যকর হইবে না।