পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষমতা অর্পণ লাইসেন্স, ইত্যাদি কর্পোরেশনের পক্ষে ও বিপক্ষে মামলা o নোটিশ এবং উহা জারীকরণ ് ○○やり বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ১৬৬। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির অধীনে উহার সমস্ত বা যে কোন ক্ষমতা বিভাগীয় কমিশনার বা উহার অধীনস্থ অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে। (২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত প্রস্তাব দ্বারা, উহার যে কোন কার্য উহার যে কোন স্থায়ী কমিটিকে বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে ১অর্পণ করিতে পারিবে । èst No (৩) কোন স্থায়ী কমিটি, কপোরেশনের পূর্বানুমোদনক্রমে গৃহীত প্রস্তাব দ্বারা, উপ-ধারা (২) এর অধীনে উহার উপর অপিত কার্য ছাড়া তাহার যে কোন কার্যকর্পোরেশনের অন্য কোন কর্মকর্তকে অর্পণ করিতে পারবে।-- ১৬৭। (১) এই আইন বা বিধি বা প্রবিধানের অধীন প্রদত্ত সকল লাইসেন্স, অনুমোদন বা অনুমতি লিখিতভাবে হইতে হইবে।-- ~ (২) কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সকল লাইয়েল অনুমােদন বা অনুমতি প্রধান নির্বাহী কর্মকর্তা বা বিধি বা প্রবিধান হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হইবে। so ১৬৮। (১) কপোরেশনের বিরুদ্ধে বা কর্পোরেশন সংক্রান্ত কোন কাজের জন্য মেয়র বা কোন কমিশনার অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা উহার অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন মামলা দায়ের করিতে ইচ্ছুক ব্যক্তিকে মামলার কারণ এবং বাদীর নাম ও ঠিকানা উল্লেখ করিয়া একটি নোটিশ: & (ক) কর্পোরেশনের ক্ষেত্রে, কপোরেশনের কার্যালয়ে প্রদান করিতে হইবে ২ বা পৌছইয়া দিতে হইবে o খ) অন্যান্য ক্ষেত্রে, সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ব্যক্তিগতভাবে বা তাহার - O অফিস বা বাসস্থানে প্রদান করিতে হইবে বা পৌছাইয়া দিতে SA হইবে। পর্যন্ত কোন মামলা দায়ের করা যাইবে না; এবং মামলা আরজীতে উক্ত নোটিশ প্রদান করা বা পৌছানো হইয়াছে কিনা তাহারও উল্লেখ থাকিতে হইবে। ১৬৯। (১) এই আইন, বিধি বা প্রবিধান অনুসারে কোন কাজ করা বা সময়ের মধ্যে ইহা করিতে হইবে বা ইহা করা হইতে বিরত থাকিতে হইবে তাহা উল্লেখ করিয়া তাহার উপর একটি নোটিশ জারী করিতে হইবে। (২) এই আইনের অধীনে প্রদেয় কোন নোটিশ গঠনগত ক্রটির কারণে অবৈধ হইবে না। so (২) উক্ত নোটিশ প্রদান বা পৌছানোর পর ত্রিশ দিন অতিবাহিত না হওয়া