পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ \లిo్స (ঞ) বিদ্যমান বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারগণ দফা (ক) এর অধীন কর্পোরেশনের মেয়র ও কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বরিশাল পৌরসভা বিলুপ্ত হইবে।] ১৭৪। এই আইনের কোন কিছু করিবার জন্য বিধান থাকা সত্ত্বেও যদি উহা নির্ধারিত পদ্ধতিতে - কোন কর্তৃপক্ষ কর্তৃক বা, কি পদ্ধতিতে করা হইবে এই সম্পর্কে কোন বিধান না "" ് থাকে, তাহা হইলে, উক্ত কাজ নির্ধারিত পদ্ধতিতে এবং নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক No সম্পাদিত হইবে। * ১৭৫। এই আইনের বিধানাবলী কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা অসুবিধা দূরীকরণ দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থ, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে <o তবে শর্ত থাকে যে, এই আইনের বিধান অনুযায়ী কর্পোরেশন গঠিত হইবার তারিখ হইতে দুই বৎসর অতিক্রান্ত হইবার পর উক্তরূপ কোন আদেশ দেওয়া যাইবে না। o o প্রথম তফসিল o [ধারা ২(খ) দ্রষ্টব্য so লিমার, -Y) নিম্নবর্ণিত এলাকাসমূহ বরিশাল মহানগরের অন্তর্ভুক্ত হইবে, যথা: > সীমানা ঃ .ു. উত্তরে ঃ গণপাড়া (আংশিক) জে, এল-১২, মাতাসার জে, এল-৩৪, পরানপাড়া (আংশিক) জে, এল-৩৩, গাওয়াসার জে, -এল-৪৬, উলানখালী জে, এল-৪৫ । দক্ষিণে o&o দপদপিয়া ফেরীঘাট, মৌজা-দপদপিয়া, জে, এল-১৩০ ৷ ബ পূবে ? কীর্তনখোলা নদী, মৌজা-চরবদনা (আংশিক) জে, এল-৬২। পশ্চিমে ৪ মৌজা-কলাডোমা চহুতা জে, এল-৫, করমজা জে, এল-১৫, § ডেফুলিয়া জে, এল-২৯, ইন্দ্রকাঠি জে, এল-২৮, হরিনা S ফুলিয়া জে, এল-২৫, জাগুয়া জে, এল-৫৪, তাজকাঠি জে, § এল-৫৫ ৷

  • দফা (এঃ) বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং আইন) এর ২৪ ধারা কর্তৃক

প্রতিস্থাপিত।