পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)○ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০ মহাপরিচালক ও ১২। (১) সংস্থার একজন মহাপরিচালক ও অনধিক পাঁচজন অতিরিক্ত মহাপরিচালক থাকিবে। (২) মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে। NQ(৩) মহাপরিচালক বোর্ডের প্রধান নির্বাহী হইবেন এবং পলিদের নির্দেশ । অনুযায়ী বোর্ডের কার্য পরিচালনা করিবেন। No ON মহাপরিচালকের ১৩। এই আইনের বিধান সাপেক্ষে মহাপরিচালকের নিম্নবর্ণিত ক্ষমতা ও ক্ষমতা ও দায়িত্ব দায়িত্ব থাকিবে, যথা:- V ...ooo (ক) পরিষদ কর্তৃক অনুমোদিত, আর্থিক, ও পঞ্চালকসহ সকল নীতি ও কর্মপন্থা বাস্তবায়ন ও প্রয়োগ করা ৯ (খ) জাতীয় পানি নীতি ও অন্যান্য দিকনির্দেশক সরকার দলিলাদির সহিত সংগতি রাখিয়া বোর্ডের জন্য স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ এবং পরিষদের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা: šo (গ) বোর্ডের যাবতীয় কার্যক্রম ও বিষয়াদি আর্থিক ও প্রশাসনিকভাবে যথাযথ পদ্ধতিতে এবং এই আইন, বিধি ও প্রবিধান অনুযায়ী পরিচালন করা: (ঘ) প্রত্যেক আর্থিক বৎসর শেষ হুইবার পরবর্তী তিন মাসের মধ্যে, উক্ত বৎসরে বোর্ডের কার্যক্রম ও বিষয়াদি পরিচালনা এবং কার্যসম্পাদন সম্পর্কে, নিরীক্ষা-প্রতিবেদন ও প্রয়োজনীয় অন্যান্য প্রতিবেদনসহ, ৯ একটকিপ্রতিবেদনপরিস্টিল কর

  • & ঙ) পরিষদের নিকট, উহার বিবেচনা ও অনুমোদনের জন্য বোর্ডের বার্ষিক o, বাজেট এবং প্রয়োজনবোধে সম্পূরক বাজেট পেশ করা:

o @ (চ) বোর্ডের সহিত সরকার অথবা সরকারের কোন দপ্তর, অফিস বা *N এজেন্সি অথবা অন্য কোন দেশী বা বিদেশী ব্যক্তি, কর্তৃপক্ষ বা Q - এজেন্সির লেনদেনের ব্যাপারে বোর্ডের প্রতিনিধিত্ব করা; so (ছ) চাকুর বিধি ও প্রবিধান অনুযায়ী বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীর S নিয়োগ প্রদান এবং তাহদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা: (জ) বোর্ডের অভ্যন্তরে কর্মকর্তা ও কর্মচারী বদলী করা: (ঝ) কোন মামলা রুজু করা বা উহার পক্ষ সমর্থন করা বা উহা প্রত্যাহার করা বা আপোষ করা: