পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○>br বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ১২। সর্বসাধারণের জন্য চিত্তবিনোদন, আমোদ-প্রমোদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্তবিনোদন ও আমোদ-প্রমোদের জন্য স্থানের লাইসেন্স প্রদান, সর্বসাধারণের চিত্তবিনোদন ও আমোদ-প্রমোদের স্থানে লোকজনের - আচার-আচরণ নিয়ন্ত্রণ। ് >W)| বাহ বাৱয় ভালে জনা জানি ও বাড়ির প১ি বাড়িঘরের মালিক কর্তৃক আবর্জনা পরিষ্কার ও অপসারণ, ব্যক্তিগত পায়খানা ও প্রস্রাবখানা নির্মাণ ও পরিদর্শন, স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জনসাধারণের দায়িত্ব ও কর্তব্য এবং ব্যক্তিগত ঝাড়ুদারের লাইসেন্স প্রদান । o ১৪। রোগ-সংক্রমিত ব্যক্তিগত ব্যবহার্য জিনিষপত্র অথবা অন্যান্য দ্রব্যাদি অপসারণ রোগ-সংক্রামণ মুক্তকরণ ও ধ্বংসকরণ, বাড়িঘর এবং যানবাহন রোগ-সংক্রমণ মুক্তকরণ, সংক্রামক রোগের বিস্তার রোধের ব্যাপারে জনসাধারণের দায়িত্ব ও কর্তব্য। oS ১৫। সরকারী এবং বেসরকারী গোরস্থান ও শাশানের জন্য লাইসেন্স প্রদান ও উহাদের সংরক্ষণ, কবর, স্মৃতিসৌধ এবং স্মৃতিফলক সংরক্ষণ, গরীব ও দুঃস্থদের দাফন ও শবদাহের ব্যবস্থা, দাফন ও শবদাহের জন্য ফিস।

১৬। ক্ষতিকর ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ, বিপজ্জনক ও ক্ষতিকর দ্রব্যাদি মজুদকরণ ও রক্ষণ। ১৭। অবৈধ পদার্পণ, নিয়ন্ত্রণ ও অপসারণ। ১৮। সাধারণ যানবাহন ও উহার চালক এবং উহার জন্য ব্যবহৃত জন্তু ও ব্যক্তির লাইসেন্স, উক্তরূপ যানবাহন ও জন্তু ও উহাদের রাখার স্থান পরিদর্শন, উক্তরূপ যানবাহন ও জন্তু দাড়াইবার স্থান ও উহার ব্যবহার, সাধারণ so যানবাহন সংক্রান্ত অপরাধ। so বাজারে বিরক্তিকর বস্তু বা উপদ্রবের সংজ্ঞা নিরূপণ ও উহার নিরোধকরণ; @് বাজারে ষ্টল এবং মঞ্চ বরাদ্দকরণ; বাজারে বিক্রিতব্য পণ্য দ্রব্যের মূল্য o নিয়ন্ত্রণ। o ২০। জীবজন্তুর মধ্যে ছোয়াচে রোগ বিস্তার প্রতিরোধকল্পে গৃহীতব্য ব্যবস্থা, § ছোয়াচে রোগাক্রান্ত জীবজন্তুকে বাধ্যতামূলক টীকাদান বা উহার ধ্বংস - O সাধন, লাগামহীনভাবে ঘুরিয়া বেড়ানো জীবজন্তু আটককরণ ও খোয়াড়ে আবদ্ধকরণ, বাসস্থানে জীবজন্তু রাখা নিষিদ্ধকরণ, গবাদি পশু রেজিষ্ট্রিকরণ, বিপজ্জনক জীবজন্তুর সংজ্ঞা এবং উহার আটককরণ, ধ্বংস সাধন বা তৎসম্বন্ধে অন্য কোন ব্যবস্থা গ্রহণ।