পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లివ8 বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ (২) উপ-ধারা (১) (জ) তে উল্লিখিত (ক) যে কোন সদস্যের মনোনয়ন বাতিলক্রমে সরকার তাহার সদস্যপদের অবসান ঘটাইতে পারিবে; (খ) যে কোন সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে তাহার NONসদস্যপদ ত্যাগ করিতে পারিবেন। ് (৩) সরকার প্রয়োজনে অন্য কোন ব্যক্তিকে সমন্বয় কমিটির সদস্য’ হিসাবে মনোনীত করিতে পারিবে । Q সদস্য পদের ৫। ধারা ৪(১)(জ) এর অধীনে মনোনীত কোন ব্যক্তি সদস্য হইবার বা অযোগ্যতা থাকিবার যোগ্য হইবেন না, যদি- & o (ক) তিনি বাংলাদেশের নাগরিক না হন পরিত্যাগ করেন বা o হারান; বা (খ) তাহাকে কোন উপযুক্ত আদালত অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করে; বা o (গ) তিনি আপাততঃ বলবৎ কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং তাহার দেউলিয়াত্বের অবসান না হয় বা ১ (ঘ) তিনি নৈতিক স্থলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনুন দুই বৎসর কারাদণ্ডে দণ্ডিত হইয়া থাকেন; বা (8) এই আইন বা বিধির অধীন কোন অপরাধ সংঘটনের দায়ে দোষী ཊ། ཨ་ཨ་ལྕ ཐང་། കു জাতীয় সমন্বয় ایر 雲ー টির দায়িত্ব ও eణాఫ్రో কাযাব o, (ক) সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যোগ্যতা অনুসারে প্রতিবন্ধী জনগোষ্ঠীর o পূর্ণ অংশগ্রহণ এবং তাঁহাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণকল্পে SS সরকারের বিদ্যমান নীতিমালা পর্যালোচনা এবং বিরাজমান se বাস্তবতার নিরীখে উহা সংশোধনের সুপারিশ বা প্রয়োজনে নূতন Q নীতিমালা প্রণয়নের সুপারিশ করা: § (খ) প্রতিবন্ধিতা বিষয়ক নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচী ও N- প্রকল্প গ্রহণে সরকারকে পরামর্শ দান; CŞ (গ) এই আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের আলোকে বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কর্মরত নির্বাহী কমিটি ও জেলা কমিটিসহ সকল সরকারী এবং বেসরকারী সংস্থার কার্যাবলীর সমন্বয়, পর্যালোচনা ও এতদৃবিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান;