পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ ৩২৫ (ঘ) (8) (চ) প্রতিবন্ধ বিষয়ক জাতীয় তথ্যকেন্দ্র স্থাপন এবং প্রতিবন্ধীদের ് (ছ) আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিবন্ধীদের জন্য গৃহীত ব্যবস্থাদির সহিত ് জাতীয় নীতিমালা ও প্রযোজ্য আইন কানুনের সঙ্গতি রক্ষা এবং .css উহাদের বাস্তবায়নের জন্য সরকারকে পরামর্শ প্রদান; & (জ) প্রতিবন্ধ বিষয়ক আইন কানুন সময় সময় পর্যালোচনা ও ৈ সংশোধনের জন্য সরকারের নিকট সুপারিশ করা: so (ঝ) প্রতিবন্ধ সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ করা: o (ঞ) এই উপ-ধারায় বর্ণিত কার্যাবলী বাস্তবায়নের জন্য আনুষঙ্গিক পদক্ষেপ গ্রহণ। o & (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতার আওতায় তফসিলে উল্লিখিত কার্যক্রমগুলি সমন্বয় কমিটির কার্যপরিধির অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে, এবং উক্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উক্ত কমিটি সরকারের যে কোন মন্ত্রণালয় বা বিভাগ বা অন্য কোন সরকারী বা সংবিধিবদ্ধ সংস্থা বা বেসরকারী সংস্থাকে অনুরোধ বা প্রযোজ্য ক্ষেত্রে নির্দেশনা বা নির্দেশ প্রদান করিতে পারবে।-- o' ৭। (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, সমন্বয় কমিটি উহার সভার সমন্বয় কমিটির সভা প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য সরকারকে পরামর্শ প্রদান এবং অন্যান্য সংস্থাকে উদ্বুদ্ধ করা: প্রতিবন্ধী বিষয়ক কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা: o (༠)ཝ་རྗཕྲང་ལོ་ཀ་ལ་ཀ་ལཱ་ཝའི་ཚེ། ཨ་ཨཱ་ཨཱཿ ཨ་ཕའི་ཨཱ་ཨ་ཡ་ལཱཀྱི་ཝ་བྷམ་ཤ་། (৩) সমন্বয় কমিটির সভা ইহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। ১ (৪) সভাপতি সমন্বয় কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন, তাহার ং অনুপস্থিতিতে সহ-সভাপতি এবং তাহারও অনুপস্থিতিতে সভাপতি কর্তৃক ত নির্দেশিত কোন সদস্য বা এইরূপ কোন নির্দেশ না থাকিলে সভায় উপস্থিত সদস্যদের দ্বারা নির্বাচিত অন্য কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৫) সমন্বয় কমিটির সভায় কোরামের জন্য উহার মোট সদস্য-সংখ্যার অনূ্যন পাঁচজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে।