পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ల్సిరిం বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ (৪) সভাপতি জেলা কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক নির্দেশিত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৫) জেলা কমিটির সভায় কোরামের জন্য মোট সদস্য সংখ্যার অনু্যন - এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। o o প্রতিবন্ধীদের নিবন্ধন ১৫। (১) জেলা কমিটি সংশ্লিষ্ট জেলা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত৯& ও পরিচয় পল বদন সকল প্রতিবন্ধীদের নিবন্ধন করিবে এবং এতদুদ্দেশ্যে একটি নিবন্ধন বহি সংরক্ষণ করিবে। ് (২) উপ-ধারা (১) এর অধীন কোন প্রতিবন্ধী নিবন্ধিত হইলে উক্ত করিতে হইবে। N. উপ-কমিটি ৪ সব কি কি কি বা দেটি বা অল সহায়তার জন্য প্রয়োজনবোধে এক বা একাধিক সদস্য এবং অন্য কোন ব্যক্তি সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক উপ-কমিটি নিয়োগ করিতে পারিবে এবং উক্তরূপ উপ-কমিটির সদস্য সংখ্যা, উহার দায়িত্ব এবং কার্যধারা নির্ধারণ করিতে পারিবে । ൽ সরকারী, বেসরকারী ১৭৷ সময় কমিটির সমস্ত নির্দেশনা এবং উক্ত কটি কর্তৃক গৃহীত ஆ প্রকল্প বা কর্মসূচী মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহায়তা করা সংশ্লিষ্ট সরকারী, z • • • • • • বেসরকার প্রতিষ্ঠানও স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব হইবে। ক্ষমতাপণ ১৮। সমন্বয় কমিটি, নির্বাহী কমিটি বা জেলা কমিটির কার্যাবলী দক্ষতার সহিত সম্পাদনের জন্য যেইরূপ শর্তাদি আরোপ করা উপযুক্ত বলিয়া বিবেচনা করিবে সেইরূপ শর্তাধীনে ইহার ক্ষমতা (এই ধারা ব্যতীত) বা দায়িত্ব উহার সেনাকে বা অনা কোনবালিক অর্ণ করতে পারি। অপরাধ দণ্ড ও বিচার ২১ ১৯। (১) এই আইনের বিধানাবলী বাস্তবায়নের উদ্দেশ্যে, বিধি দ্বারা এমন ·o কতিপয় সুনির্দিষ্ট কার্যকলাপকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাইবে, যাহার o জন্য সংশ্লিষ্ট অপরাধী অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক পাচ হাজার Q টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। o (২) উক্ত অপরাধের বিচার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে। কোম্পানী কর্তৃক ২০। এই আইনের অধীনে কোন বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোম্পানী ost খনি হয়, তাহা হইলে উক্ত কোম্পানীর প্রত্যেক পরিচালক বা ম্যানেজার বা সচিব বা অন্য কোন কর্মকর্তা বা এজেন্ট বিধান লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, তবে তিনি যদি প্রমাণ করিতে পারেন যে, উক্ত লঙ্ঘন তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উক্ত লঙ্ঘন রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন, তাহা হইলে তিনি উক্ত লঙ্ঘনের জন্য দায়ী হইবেন না।