পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ల్సిరి 8 বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ ৬। সরকারের নীতিমালা সাপেক্ষে, সরকারী, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় ব্যবস্থা গ্রহণ করা। ৭। সরকারী, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়মিত চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে যথাযথ কোটা সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা। èst o ৮। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কিত তথ্যাদি প্রচার করা। No CS ‘ਲ੍ਹ ് যাতায়াতের সুবিধা . -- ১। প্রতিবন্ধীদের যাতায়াত ও যোগাযোগের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণকল্পে সরকারী, সংবিধিবদ্ধ ও বেসরকারী সংস্থার ভবন ও অন্যান্য স্থাপনা এবং ২। রেলগাড়ী, নীেয়ান, বাস টার্মিনাল এবং বিশ্রামগারসহ যে সকল স্থানে সাধারণের ব্যবহার্য শৌচাগার নির্মাণের বিধান রহিয়াছে সে সকল যান ও তাহার ব্যবস্থা করা। ും് ○ | দৃষ্টি প্রতিবদীদের চলাচলের সুবিধার্থে শহরের প্রধান প্রধান রাস্ত পারাপারের স্থানে শব্দসংকেতের ব্যবস্থ করা। (~ 8 | প্রতিবাদীদের নিরাপদ ও মুক্ত চলাচলে সহায়তা প্রদানকল্পে উপযুক্ত প্রতীক ৫। হুইল চেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধীদের যাতায়াতের সুবিধার্থে প্রযোজ্য স্থানে চালু ও বাকানাে রাস্তা, সিড়ি ও র্যাম্প নির্মাণের সুযোগ সৃষ্টি করা। ९५ंसुवींडिकुीं शूझ्नुखृ प्रतां वरः। <o মালামাল পরিবহণের সুযোগ সৃষ্টি করা। o - ‘জ অংশ N সংস্কৃতি * ১। প্রতিবন্ধীদের জীবন-যাপন, জীবিকা, শিক্ষা, বিনোদন ও আনুষঙ্গিক বিষয়ের -so উপর তথ্যাদি জাতীয় গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা। ২। শারীরিক ও মানসিক ঝুঁকি এড়াইয়া চলিবার জন্য প্রতিবন্ধী ব্যক্তি এবং তাহার পরিবার কর্তৃক সতকতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রচার মাধ্যমে তথ্য প্রচারের ব্যবস্থা গ্রহণ করা।