পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্টাডিজ আইন, ২০০১ S)8S) (ঙ) সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (চ) রেক্টর, যিনি ইহার সচিবও হইবেন। (২) নির্বাহী কমিটি (ক) পরিচালনা বোর্ডকে উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদনে সহায়তা 。 প্রদান করিবে; o - (খ) পরিচালনা বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে; SS এবং ് (গ) পরিচালনা বোর্ড কর্তৃক অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন , ം് করিবে। o & (৩) নির্বাহী কমিটি ইহার সভার কার্য পদ্ধতি নির্ণয় করিতে পারিবে। o o ১০। (১) ইনস্টিটিউটের একটি নিজস্ব তহবিল থাকিবে এবং উহাতে নিয়ে ইনস্টিটিউটের বর্ণিত অর্থ জমা হইবে, যথা:– & (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান: No (খ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; _o (গ) ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত পরামর্শ এবং গবেষণাধর্ম সেবার কমিশন বাবদ প্রাপ্ত অর্থ; oS C (ঘ) ইনস্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(২) এই তহবিল ইনস্টিটিউটের নামে কোন তফসিলী ব্যাংকে জমা রাখিতে হইবে এবং পরিচালনা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠনাে যাইবে। ৩১ o (७) এই তহবিল হইতে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে, (৪) ইনস্টিটিউট এই তহবিল বা উহার অংশবিশেষ সরকারের অনুমােদিত দেখতে নিয়াগ করতে পরি। e$ ১১। (১) ইনস্টিটিউটের একজন রেক্টর থাকিবে। রেক্টর (২) রেক্টর, আইন ও সংসদ বিষয়ে বিশেষ বুৎপত্তি সম্পন্ন সংসদ-সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অথবা সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবীদের মধ্য