পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পত্তি প্রত্যপণ বা অবমুক্তির আবেদন, রেজিষ্ট্রি, রায় ও রায়ের অনুলিপি &ON ৩৫২ অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ (৩) প্রত্যপণযোগ্য জনহিতকর সম্পত্তির ব্যাপারে উপ-ধারা (২) অনুসারে প্রয়োজনীয় তথ্যাদি উক্ত তালিকায় আলাদাভাবে অন্তর্ভুক্ত করিতে হইবে। (৪) জনস্বার্থে অধিগ্রহণকৃত অৰ্পিত সম্পত্তির বিপরীতে প্রদেয় ক্ষতিপূরণের অর্থ জমা থাকিলে উপ-ধারা (২) অনুসারে উক্ত সম্পত্তির বিবরণ, অধিগ্রহণের རྩྭ་ཐང་དང་ལག་ལྕགས་ར་ ཨོཾ་མ་ཐོབ་ཐང་དང་ད་ལྟ་གང་ལ་ཐག་བཙན་དང་ བྱེད་ হইবে। o No ৫) উক্ত তালিকা প্রকাশের সংগে সংগে সরকার- Q ( ഷ് (ক) জনসাধারণের জ্ঞাতার্থে এতদবিষয়ে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করবে ও to (খ) প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত তালিকার পর্যাপ্ত কপি সরবরাহ করিবে, যাহাতে আগ্রহী যে ব্যক্তি উহার নির্ধারিত সংগ্ৰহ করিতে পারেন মূল্যে | o (৬) এই ধারার অধীনে প্রকাশিত প্রত্যপযোগ্য সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত নহে এমন কোন সম্পত্তি অৰ্পিত সম্পত্তি বলিয়া গন্য হইবে না এবং উহাতে থাকিবে না। X o ১০। (১) প্রত্যপণযোগ্য সম্পত্তির মালিক উক্ত সম্পত্তি তাহার অনুকূলে প্রত্যপণের জন্য, উক্ত সম্পত্তির তালিকা প্রকাশের ৯০ (নব্বই) দিনের মধ্যে, ট্রাইব্যুনালের নিকট আবেদন করিতে পারবেন এবং আবেদনের সহিত তাহার দাবীর সমর্থনে সকলকাগজপত্র সংযুক্ত করবেন। (২) ধারা ৯(৪) অনুযায়ী তালিকায় অন্তর্ভুক্ত কোন অধিগ্রহণকৃত অর্পিত সম্পত্তির বিপরীতে প্রদেয় ক্ষতিপূরণের দাবীদার উপ-ধারা (১) অনুসারে ট্রাইব্যুনালে আবেদন করিবেন এবং আবেদনের সমর্থনে সকল কাগজপত্র সংযুক্ত করিবেন, তবে এই আবেদনে তিনি জমাকৃত অর্থ বাবদ কোন সুদ দাবী করিতে ২০পরিবেন না বা এইরূপ সুদ পাওয়ার অধিকারীও হইবেন না। (৩) প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকায় প্রত্যপণযোগ্য জনহিতকর সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত কোন সম্পত্তি প্রত্যপণের জন্য কোন ব্যক্তি ট্রাইব্যুনালের নিকট আবেদন করিতে পারিবেন না, বরং উহা প্রত্যপণের জন্য ১৫ ধারা অনুযায়ী উক্ত তবে শর্ত থাকে যে, যদি কোন সম্পত্তি প্রত্যপণযোগ্য সম্পত্তি তালিকায় অন্তর্ভুক্ত থাকে এবং কোন ব্যক্তি দাবী করেন যে, ধারা ৬ অনুসারে উক্ত সম্পত্তি উক্ত তালিকায় অন্তর্ভুক্তিযোগ্য নহে, তাহা হইলে তিনি উক্ত তালিকা হইতে উক্ত সম্পত্তি অবমুক্তির জন্য উপ-ধারা (৪) এর অধীনে ট্রাইব্যুনালের নিকট আবেদন করিতে পারিবেন।