পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○8 অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, さののふ (গ) আবেদন উপ-ধারা (১) এ উল্লিখিত সময়সীমার মধ্যে ট্রাইব্যুনালে পেশ করা হইয়াছে কিনা; (ঘ) কোন সম্পত্তি প্রত্যপণের বা ক্ষেত্রমত উপরোক্ত ক্ষতিপূরণ প্রাপ্তির (অ) তাহার দাবীকৃত সম্পত্তি বা ক্ষেত্রমত অধিগ্রহণকৃত সম্পত্তির , ് মূল মালিক বা মূল মালিকের উত্তরাধিকারী বা উক্ত মালিক বা ১" ēēzīfszfätz offffzfät (Successor-in-interest) কিনা তৎসম্পর্কে সিদ্ধান্ত; এবং Qo (SI) Bangladesh Citizenship (Temporary Provisions) Order, 1972 (P. O. No. 149 of 1972) oilo অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা কিনা তৎসম্পর্কে সিদ্ধান্ত; - _o (ঙ) উপ-ধারা (৩) এর অধীনে কোন আবেদন থাকিলে সংশ্লিষ্ট সম্পত্তি প্রত্যপণযোগ্য তালিকা হইতে অবমুক্ত করা হইবে কিনা তৎসম্পর্কে সিদ্ধান্ত; - so (চ) উপরোক্ত সিদ্ধান্তসমূহের ব্যাপারে উপস্থাপিত সাক্ষ্যের সংক্ষিপ্ত বিশ্লেষণ ও মূল্যানসহ সিদ্ধান্তেরকরণ (ছ) আবেদনকৃত প্রত্যপণ, ক্ষতিপূরণ বা অবমুক্তির ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও নির্দেশ সম্বলিত আদেশ। (৯) এই ধারার অধীনে ট্রাইব্যুনাল প্রত্যপণযোগ্য সম্পত্তি প্রত্যুপণ বা অধিগ্রহণকৃত অৰ্পিত সম্পত্তির বিপরীতে জমাকৃত ক্ষতিপূরণের অর্থ প্রদান বা উহাকে প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকা হইতে অবমুক্তির আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করিয়া রায় প্রদান করিলে, রায় প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে, উক্ত রায় ভিত্তিক একটি ডিক্রী প্রস্তুত করিবে। ള് (১০) এই ধারার অধীনে ট্রাইব্যুনালের S (ক) রায় ঘোষণার অনধিক ৭ (সাত) দিনের মধ্যে আগ্রহী পক্ষ উক্ত - রায়ের ও ডিক্রীর অনুলিপির জন্য আবেদন করিতে পরিবেন এবং অনুলিপি সরবরাহের ব্যাপারে ট্রাইব্যুনালের কোন নির্দেশ (যদি থাকে) পালন সাপেক্ষে, আবেদনকারীকে ট্রাইব্যুনাল পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে উক্ত অনুলিপি সরবরাহ করিবে: (খ) অন্য যে কোন আদেশের অনুলিপির জন্য যে কোন আগ্রহী পক্ষ যে কোন সময় আবেদন করিতে পরিবে এবং ট্রাইব্যুনাল, এইরূপ অনুলিপির ব্যাপারে ট্রাইব্যুনালের নির্দেশ (যদি থাকে) পালন সাপেক্ষে, অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে ট্রাইব্যুনাল উক্ত অনুলিপি সরবরাহ করিবে।